আগামী ১২ সেপ্টেম্বর রবিবার থেকে সব শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ রবিবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
করোনা আঘাত হানার পর সর্ব প্রথম ২০২০ সালের ১৮ থেকে ৩১ মার্চ পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। সেই যে বন্ধ হলো তারপর খুলবে খুলবে করে এখন পর্যন্ত পার হয়ে গেলো প্রায় দেড় বছর। সেদিন থেকে এই দেড়টি বছর খুলেনি কোনো শিক্ষা প্রতিষ্ঠানের দরজা। বিদ্যালয়ে যায়নি কোনো শিক্ষার্থী।
কিন্তু এবার শেষ হলো শিক্ষার্থীদের অপেক্ষার পালা। এতোদিন শিক্ষা প্রতিষ্ঠান খোলার আশ্বাস, বার বার তারিখ দিয়ে তা পরিবর্তন এসব শুনতে শুনতে ক্লান্ত হয়ে পড়া শিক্ষার্থীরা যেন আবার দম ফিরে পেল।
গত ২ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে করোনা সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি বৈঠক করে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার পক্ষে মত দেয়। সেই দিন রাতেই শিক্ষামন্ত্রী দীপু মনি এক অনুষ্ঠানে ১২ সেপ্টেম্বর থেকেই ধাপে ধাপে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন। তারপরেও সবাই আজ রবিবার (৫ সেপ্টেম্বর) আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকের সিদ্ধান্ত জানার অপেক্ষায় ছিলেন।
আন্তঃমন্ত্রণালয়ের এই বৈঠকে বলা হয়েছে আগামী ১২ই সেপ্টেম্বরেই খুলছে শিক্ষা প্রতিষ্ঠার। এবার আর তারিখ বাড়ানো হবে না। তারপর থেকেই আনন্দে ভাসছে সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। হারানো শিক্ষা প্রতিষ্ঠান ফিরে পাচ্ছে শিক্ষার্থীরা। এ যেন শেষ হলো এক অপেক্ষার প্রহর। ১২ই সেপ্টেম্বর থেকে স্কুল, কলেজে যেতে পারবে শুনে শিক্ষার্থীরা এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে।