ঈদের আগে প্যাকেটজাত সয়াবিন তেলের দাম লিটারে প্রতি ১০ টাকা কমলো হচ্ছে। এবং পামঅয়েল তেলের দাম লিটার প্রতি কমানো হয়েছে ২ টাকা করে। আর খোলা তেল লিটারে প্রতি ৯ টাকা কমানো হয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ আজ (১১ জুন) রবিবার এক সংবাদ মাধ্যমে এই তথ্য জানান।
আগে প্যাকেটজাত সয়াবিন তেল প্রতি লিটার দরে বিক্রি হতো ১৯৯ টাকা করে কিন্তু তা এখন ১০ টাকা কমিয়ে প্রতি লিটার বিক্রি হবে ১৮৯ টাকা, খোলা তেল আগে প্রতি লিটার বিক্রি হতো ১৭৬ টাকা করে কিন্তু আজ থেকে তা ৯ টাকা কমে ১৬৭ টাকা লিটার দরে বিক্রি হবে, আর পামঅয়েল তেল আগে প্রতি লিটার বিক্রি হতো ১৩৫ টাকা করে কিন্তু তা আজ থেকে বিক্রি হবে ১৩৩ লিটার দরে।
সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ আরো জানান যে এই দাম আজ (রবিবার) থেকে কার্যকর হচ্ছে। তিনি আরো বলেন আমরা হয়ত আরও ১৫ দিন পর আবারো চেষ্টা করব তেলের দাম আরও কমানো যায় কিনা।