1. faysalislam405@gmail.com : ফয়সাল ইসলাম : ফয়সাল ইসলাম
  2. tajul.islam.jalaly@gmail.com : তাজুল ইসলাম জালালি : তাজুল ইসলাম জালালি
  3. marufshakhawat549@gmail.com : মারুফ হোসেন : মারুফ হোসেন
  4. saddam.samad.24@gmail.com : সাদ্দাম হোসাইন : সাদ্দাম হোসাইন
  5. : :
শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৩৪ অপরাহ্ন

অযু করার সুন্নাত তরীকা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বুধবার, ১৭ মার্চ, ২০২১
  • ৪০৫ বার পড়া হয়েছে
Holy

১। অজুর শুরুতে নিয়ত করা সুন্নত।
নিয়ত হলো কাজের প্রতি মনো নিবেশ করা। অর্থাৎ কোন কাজের জন্য অজু করছে সেদিকে মনে মনে খেয়াল রাখা। নিয়তের জন্য কোন শব্দ উচ্চারনের প্রয়োজন নেই।
২। অজুর শুরুতে বিসমিল্লাহ বা নি¤েœর দোয়া পড়া সুন্নত।
এক হাদীসে রয়েছে-( بِسْمِ اللهِ الْعَلِّي الْعَظِيْمِ وَالْحَمْدُ للهِ عَلي دِيْنِ الْاِسْلَامِ
)এই দোয়া পাড়ে অজু করলে ঐ অজু থাকা পর্যন্ত ফিরিস্তারগণ সওয়াব লিখতে থাকে (কোন ইবাদতে মশগুল না থাকলেও।)।
৩। ডান অঙ্গ আগে ধোয়া সন্নত।
৪।উভয় হাত কব্জি পর্যন্ত তিনবার ধোয়া সুন্নত।
৫।মেসওয়াক করা।
৬। তিনবার কুলি করা।(রোজাদার না হলে)
৭। নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌছানো।
৮। বাম হাতে নাক পরিষ্কার করা।
৯। সমস্ত মুখমন্ডল তিনবার ধোয়া। চেহারায়া জোরে পানি মারা মাকরুহ। মুখ ধোয়ায় দুইহাত ব্যবহার করামুস্তাহাব।
১০। দাড়ি খেলাল করা সুন্নত।
১১। দুই হাত তিন বার দোয়া সুন্নত।
১২।হাত পায়ের আঙঙগুল খেলাল করা সুন্নত।
১৩। পূর্ণ মাথা একবার মাসেহ করা সুন্নত।(মাথা অবশ্যই একবার মাসেহ হবে)।
১৪। কান মাসেহ করা।
১৫। মাথার সামনের দিক থেকে মাসেহ শুরু করা।
১৬।গর্দান মাসেহ করা মুস্তাহাব। তবে গলা মাসেহ করা বেদাআত।
১৭। উভয় পা তিনবার ধোয়া সুন্নত।
১৮। পায়ের আঙ্গুল খেলাল করা।
১৯। অজুর অঙ্গ মালিম করা।
২০। ধারাবাহিকভাবে অঙ্গগুলো ধোয়া। ধোয়ার মাঝে বিরতি না দেওয়া।
২১। এক অঙ্গ ধোয়ার সাথে সাথে আরেক অঙ্গ ধোয়া। যদি এক এতটুকু দেরী হয় প্রথম অঙ্গ শুখিয়েযায় তাহলে অজু হবেনা আবার নতুনভাবে শুরু করতে হবে।
২২। অজুর মাঝে মাঝে এই দোয়া পড়া।( اَللَّهُمَّ اغْفِرْلِيْ ذَنْبِيْ وَوَسِّعْ لِيْ فِيْ دَارِيْ وِبَارِكْ لِيْ فِيْ رِزْقِيْ
)
অর্থঃ হে আল্লাহ আমর গুনাহ মাফ করে দিন। আমর ঘর প্রসস্ত করে দিন এবং আমার রিজিকে বরকত দিন।
২৩। অজুর শেষে কালিমায়ে শাহাদাত পড়া। اَشْهَدُ اَنْ لَآاِلهَ اِلِّا اللهُ وَحْدَهُ لَاشَرِيْكَ لَهُ وَاَشْهَدُ اَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُوْلُهُ

২৪। কারিমােেয় শাহাদাতের পর এই দোয়া পড়া। اَللَّهُمَّ اجْعَلْنِيْ مِنَ التَّوَابِيْنَ وَاجْعَلَنِيْ مِنَ الْمُتَطَهِّرِيْنَ
অর্থঃ হে আল্লাহ আপনি আমাকে তাওবাকারীদেও মধ্যে শামিল করুন এবং পবিত্রতা অর্জনকারীদেও অন্তর্ভূক্ত করুন।
*হযরত ওমর রা. ঊলেছেন যে ব্যক্তি উত্তমরুপে অজু করার পর কালিমায়ে শাহাদাত পাঠ করবে আল্লাহ তালা তার জন্য জান্নাতের আটটি দরজা খুলেদিবেন।

বিজ্ঞাপন




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও
Share via
Copy link
© ২০২৩- সর্বস্বত্ব সংরক্ষিত । হক কথা ২৪.নেট
Theme Designed BY Kh Raad ( Frilix Group )
Share via
Copy link