রাস্তা দিয়ে মানুষজন হেঁটে যায় সাধারণভাবে সবার কাছে এটাই জানা। কিন্তু অস্ট্রেলিয়ায় শুধুমাত্র রাস্তা দিয়ে মানুষ নয়, কাঁকড়া যাবে বলেই নোটিশ দিয়ে রাস্তা বন্ধ করে দেওয়া হয়। একেবারে যাকে বলে নো এন্ট্রি। সেই রাস্তায় কোনো পথচারীরা যেতে পারবেন না। কারণ রাস্তা দিয়ে সারি সারি যাচ্ছে অসংখ্য লাল রঙের কাঁকড়া। অন্য কোন জীব জন্তু বা বড় বন্যপ্রাণীও নয়। তাও একটু ছোট ছোট কাঁকড়া গুলোর জন্য যথাসাধ্য ব্যবস্থা করা হয় অস্ট্রেলিয়া সরকারের পক্ষ থেকে।
অস্ট্রেলিয়ায় প্রতি বছর ক্রিসমাস আইল্যান্ডে এই সময় জঙ্গল থেকে প্রচুর পরিমাণে কাঁকড়া বেরিয়ে এসে সমুদ্রের দিকে চলে যায়। এই সময়ে এখানে সিজনের প্রথম বৃষ্টিপাত হয়। ফলে পথ বৃষ্টিস্নাত থাকে এবং সেই বৃষ্টিভেজা পথ ধরেই কাঁকড়ার দল ধীরে ধীরে হেঁটে যায়। তাই প্রতি বছরের এই সময়টাতে ওই এলাকার মানুষরা এই কাঁকড়াদের রাস্তা পারাপার দেখার জন্য অত্যন্ত আগ্রহী থাকেন। কাঁকড়াগুলো নানান পথ বেঁকে বেঁকে সোজা পৌঁছে যায় প্রশান্ত মহাসাগরে।
কাঁকড়াদের বিন্দুমাত্র যেন ক্ষতি না হয়, সে জন্য সরকারের পক্ষ থেকে বানিয়ে দেওয়া হয় ক্র্যাব ব্রিজ। যেহেতু বিভিন্ন পথ ধরে কাঁকড়া যায়, তাই সব পথ কিন্তু সাধারণ মানুষের জন্য নিরাপদ হয়না। অনেকে রাস্তা চলাচলের সময় কাঁকড়াদের জন্য থমকে দাঁড়িয়ে যান। যদিও সরকারি তরফ থেকে কাঁকড়াদের যাওয়ার সম্ভাব্য সব পথ নিরাপদে রাখার চেষ্টা করা হয়। অস্ট্রেলিয়ার এই সুন্দর দৃশ্যকে ‘নেচারস মোস্ট কালারফুল মাইগ্রেশন’ নামে অ্যাখা দেওয়া হয়েছে।