পটুয়াখালীর কলাপাড়ার ধুলাসার ইউনিয়নের চাপলী গ্রামের কৃষক রমজান আলীর বসতঘরে আগুন লেগে ঘুমন্ত অবস্থায় সামিয়া আক্তার নামের সাত মাসের এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। এ সময় আগুনের ভেতর থেকে শিশু কন্যাকে বাঁচাতে গিয়ে মা মোসা. চম্পা বেগম দগ্ধ হন। সোমবার (৭ মার্চ) বিকাল ৫টায় ধুলাসার ইউনিয়নের পশ্চিম চাপলী গ্রামে এ ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, মা চম্পা বেগম সামিয়া আক্তারকে ঘরে ঘুম পাড়িয়ে পার্শ্ববর্তী বিলের মধ্যে কৃষি কাজে যায়। এ সময় হঠাৎ তাদের ঘরে আগুন লাগে। মুহূর্তেই আগুনের লেলিহান শিখায় পুড়ে যায় সামিয়া। ভস্মীভূত হয়ে যায় তাদের বসতঘর। এ সময় তার মা দৌড়ে এসে তাকে বাঁচাতে গিয়ে দগ্ধ হন। পরিবারের সদস্যদের ধারণা, ঘরের গ্যাস লাইট বাস্ট হয়ে এ আগুনের সূত্রপাত হয়েছে।
পটুয়াখালীর ধুলাসার ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল জলিল জানায়, ঘরে আগুন লাগার পর চম্পা ও রমজান আলী দম্পতির বড় ছেলে সামিউর (৫) মাঠে থাকা মায়ের কাছে ছুটে গিয়ে আগুনের বিষয় জানায়। সাথে সাথে মাসহ অন্যান্যরা ছুটে আসে। ততক্ষনে কোলের সন্তানকে রক্ষা করার চেষ্টাকারী মা অগ্নিদগ্ধ হয়। আমাদের প্রাথমিক ধারণা হচ্ছে ঘরের চুলা অথবা লাইটার গ্যাস নিয়ে শিশু সামিউর খেলা করার কারণেও আগুনের সূত্রপাত হতে পারে। আমরা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ওই পরিবারকে ৩০ কেজি চাল, কম্বল, নগদ কিছু আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
কলাপাড়া হাসপাতলের চিকিৎসক মো. মাহমুদুর রহমান মিতুল বলেন, চম্পা বেগমের শরীরে ৩০ শতাংশ পুড়ে গেছে। বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে। আগুনে পুড়ে সাত মাসের শিশুর মৃত্যু নাড়া দিয়েছে মানুষের মনে।