● বুধবার, এপ্রিল 24, 2024 | 09:30 অপরাহ্ন

আজব যুক্তি

জনৈক বাদশাহ একটি আরব কিশোরের পাশ দিয়ে যাচ্ছিল। কিশোরটি অত্যন্ত নির্দয়ভাবে একটি প্রাণীকে হাঁকিয়ে নিয়ে যাচ্ছিল। প্রাণীটি নেহাৎ দুর্বল ও শক্তিহীন ছিল বিধায় খুব ধীরে চলছিল। বাদশাহ কিশোরটিকে বললঃ হে কিশোর! প্রাণীটির প্রতি সহয় হও! কিশোর টি জবাবে বললঃ তার প্রতি দয়া প্রর্দশন করা তার জন্য ক্ষতিকর। বাদশাহ বললঃ সেটা কিভাবে? বর্তমান পরিস্থিতিটা তো তার জন্য ক্ষতি কর, তাই নয় কি? কিশোর বললঃ প্রাণীটি যদি আস্তে ধীরে হাটে তাহলে তার পথ দীর্ঘ হবে। প্রচন্ড হবে তার ক্ষুধা। তাই তার প্রতি কঠোরতা হবে তার প্রতি সদাচার। বাদশাহ বললঃ কি সদাচার হবে? কিশোর বললঃ তার বোঝা তারাতারি হালকা হবে। তার খাবারের সময় হবে সুর্দীঘ। বাদশাহ তার জবাব শুনে মুগ্ধ হল এবং তাকে প্রতিদানে ভূষিত করলো।
শিক্ষা: অনেক সময় কোন কাজ বাহ্যত নিষ্ঠুরতা মনে হয়। কিন্তু প্রকৃতপক্ষে সেটা হয় চরম অনুকম্পার প্রতিক। সেক্ষেত্রে সেই নিষ্ঠুরতাকেই গ্রহন করা উচিত। যেমনটা কিশোর করেছে এবং পুরস্কৃত হয়েছে।

এই সম্পর্কিত আরও

আবুল কালাম
বিস্তারিত...
 আরবে ঈদের তারিখ ঘোষণা
বিস্তারিত...
813788_175
বিস্তারিত...
রিসেপ তাইয়েপ এরদোগান
বিস্তারিত...
জান্নাতের ফুল
বিস্তারিত...
কাজী নজরুল ইসলাম
বিস্তারিত...