আজ রবিবার ১০ জুলাই ২০২২ খ্রিস্টাব্দ, ২৫ আষাঢ় ১৪২৯ বঙ্গাব্দ, ১০ জিলহজ ১৪৪৩ হিজরী মুসলিম সম্প্রদায়ের অন্যতম বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রাজধানীসহ সারা দেশে মুসলিম সম্প্রদায় ঈদুল আযহা উদযাপন করবে।
হযরত ইবরাহিম (আ:) ও ঈসমাইল (আ:)-এর আত্মত্যাগ ও অনুপম আদর্শের প্রতীক ঈদুল আযহা। প্রতি বছর আরবি জিলহজ মাসের ১০ তারিখে মুসলিম জাতি ঈদের নামায শেষ করে যে যার সাধ্য মতো ও পছন্দ অনুযায়ী পশু কুরবানি করেন। যাদের কুরবানি দেওয়ার সামর্থ্য আছে তাদের জন্য কুরবানি করা ওয়াজিব। এ সম্পর্কে রাসূলুল্লাহ (সা:)-বলেছেন, “সামর্থ্য থাকার পরেও যে ব্যক্তি কুরবানি দিল না, সে যেন আমার ঈদগাহে না আসে।” (মুসনাদে আহমদ)
পবিত্র কুরআনের সূরা কাউসারে আল্লাহ তা’আলা বলেছেন, ‘অতএব, আপনার পালনকর্তার উদ্দেশ্যে নামায পড়ুন এবং কুরবানি করুন।’ সূরা হাজ্জে বলা হয়েছে, ‘কুরবানি করার পশু মানুষের জন্য কল্যাণের নির্দেশনা।’
হযরত মুহাম্মদ (সা:) বলেছেন, প্রত্যেক জাতির বাৎসরিক আনন্দ-ফুর্তির দিন আছে। এই দিনে ধনী-গরিব, বাদশা-ফকির নির্বিশেষে সব মুসলমান এক কাতারে ঈদের নামাজ আদায় করে, একে অপরের সঙ্গে কোলাকুলি করে। ঈদ মুসলিম উম্মাহর জাতীয় উৎসব।