চাকরির ইন্টারভিউ চলছে-
বস : আমরা কাউকে চাকরি দেওয়ার সময় মাত্র দুইটা রুল ফলো করে থাকি।
প্রার্থী : কী কী রুল স্যার?
বস : আমাদের ২য় রুল হলো পরিষ্কার-পরিচ্ছন্নতা দেখা। রুমে প্রবেশ করার আগে আপনি কি বাইরে রাখা ম্যাটে জুতোর তলা মুছে এসেছেন?
প্রার্থী : জ্বী স্যার মুছে এসেছি।
বস : আমাদের ১ম রুল হচ্ছে বিশ্বাসযোগ্যতা। আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাইরে কোন ম্যাট রাখা ছিলো না! কাজেই আপনাকে আমরা বিশ্বাস করতে পারছি না। অতএব আপনি এখন আসতে পারেন।
উপদেশঃ কোনো কিছু পাওয়ার আশায় মিথ্যা কথা বললে সেই আশা পূরণ হয়না।