1. faysalislam405@gmail.com : ফয়সাল ইসলাম : ফয়সাল ইসলাম
  2. tajul.islam.jalaly@gmail.com : তাজুল ইসলাম জালালি : তাজুল ইসলাম জালালি
  3. marufshakhawat549@gmail.com : মারুফ হোসেন : মারুফ হোসেন
  4. saddam.samad.24@gmail.com : সাদ্দাম হোসাইন : সাদ্দাম হোসাইন

● Friday, April 19, 2024 | 06:00 AM

আমরা যাদের ওয়াজ শুনবো

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ সোমবার, ৮ মার্চ, ২০২১
  • ২৩৩ বার পড়া হয়েছে
waj

ইন্টারনটে ব্যবহার করি না, চিনি না বা জানি না এমন লোক পাওয়া মুশকলি। ইন্টারনেট-তথা ফেসবুক,ইউটিউব এর মাধ্যমে আমরা প্রায়ই মিডিয়া জগতে প্রবশে করে থাকি। সে জগত থেকে দ্বীন র্ধমরে বহু খোরাক আমরা পেয়ে থাকি। মিডিয়ার কল্যানে আমরা এমন বিজ্ঞজনের আলোচনা শুনতে পাই যাদেরকে আমরা হয়তো সহজে শুনতে পেতাম না। তবে মুশকলি হলো মিডিয়ার স্বরলতার কারনে আমাদরে কাছে এমন লোকদের আলোচনাও চলে আসে যা আমাদের দ্বীন র্ধমের সাথে একদমই চলে না। হাতের কাছে মিডিয়া পেয়ে যে যার মতো আলোচনা করে নিজ নিজ মতার্দশ প্রচাররে চষ্টো চালায়। এতে সাধারন জনগন অনেকটাই বিভ্রান্তিতে পড়ে যায়। কোনটি শুনবে আর কারটি মানবে। এই ফাদে আটকে কেউতো নিজের দ্বীন র্ধম আর আর্দশকে বির্সজন দিয়েই ফেলেছে। এভাবে দ্বীনের বা নিজের কল্যান আসতে পারে না। প্রিয় ভাই ! আপনার বুঝার জন্য আবার বলছি, কত লোক কত ভাবে নিজেদের মতার্দশের প্রচার করছে। আর আমরা তাকে ওয়াজ, নছীহত বা কুরআন হাদিসের আলোচনা মনে করে নিজের ঈমান শেষ করে অন্যের আর্দশের দিকে এগিয়ে যাচ্ছি। এমনটি মোটেও আমাদের জন্য উচিত নয়। তাই আসুন আমরা জেনে নেই কোন কোন হযরতের আলোচানা থেকে আমারা বেশী উপকৃত হতে পারি । নিচের তাদের নাম ও লিংক দেওয়া রয়েছে। অথবা হযরতদের নাম ইউটিউবে র্সাচ দিয়ে এসব হযরতের আলোচনা থেকে উপকৃত হতে পারি। অযথা যথা তথা ঘুরে নিজের ঈমান শেষ করার মতো আ্আলোচনায় প্রবশে করা থেেক সাবধান! সাবধান!সাবধান!
১. আল্লামা নুরুল ইসলাম ওলীপুরী।
২. মুফতি দিলাওয়ার হোসাইন।
৩. মাওঃজুনায়দে আল হাবিব।
৪. ড. মুশতাক আহমদ।
৫. মাওঃ আনোয়ার শাহ কিশোরগঞ্জী।
৬.মুফতি মিজানুর রহমান সাঈদ।
৭. মাওঃ ফরিদউদ্দীন আল মোবারক।
৮. মাওঃজুবায়রে আহমদ আনসারী।
৯. মাও. ইয়াহইয়া মাহমুদ।
১০. মুফতি নাসির উদ্দীন যুক্তিবাদী।
১১. মাওঃ মামুনুক হক।
১২. মুফতি রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)।
১৩. মুফতি ফয়জুল করীম (নায়েবে আমীর চরমোনাই)
১৪. মাওঃ হাফিজুর রহমান সিদ্দীকী (কুয়াকাটা)।
১৫. মাওঃ আব্দুুল বাছেদ খান।
১৬. মাওঃ হাবিবুর রহমান (কুয়াকাটা)।
১৭. মাওঃ খোরশেদ আলম কাসেমী।
১৮. মুফতি নোমান কাসেমী।
১৯. মাওঃ খালেদ সাইফুল্লাহ আয়ূবী।
২০. মাওঃ খালেদ সাইফুল্লাহ সা’দী।
২১. মাওঃ আব্দুল খালেক শরীয়তপুরী।
২২. মাওঃ হাসান জামিল।
২৩. মাওঃ মাহমুদুল হাসান গুনুবী।
২৪. মাওঃ সাঈদ আহমদ।
২৫. মাওঃ ইমরান কাসেমী।
২৬. মাওঃ মাহফুজুর রহমান জাবেত (কুয়াকাটা)।
২৭. মুফতি সাখাওয়াত হোসেন।
২৮. মাওঃ সোলাইমান সিদ্দিকী।
২৯. মুফতি ফয়জুল্লাহ।
৩০. মাওঃ আজিজুল হক ইসলামাবাদী।
৩১. মুফতি মজিবুর রহমান চট্টগ্রামী।
৩২. মুফতি আব্দুল মাজিদ।
৩৩. মাওঃ ইসমাইল বুখারী।
৩৪. মাওঃ নুরুল ইসলাম।
৩৫. মাওঃ তরীকুল ইসলাম মাজেদী।
৩৬. মুফতি জাফর আহমদ।
৩৭. মুফতি ওয়ালিউল্লাহ।
৩৮. মাওঃ ইয়াহইয়া।
৩৯. মুফতী তাজুল ইসলাম জালালী।
৪০. মুফতি মুজিবূর রহমান। ৪১. মাওলানা শরিফুজ্জামান রাজিবপুরী ৪২. মাওঃমুশতাক আহমদ ফয়েজী

-এস এইচ

বিজ্ঞাপন




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও
© ২০২৪- সর্বস্বত্ব সংরক্ষিত । হক কথা ২৪.নেট
Theme Designed BY Kh Raad ( Frilix Group )