● বুধবার, এপ্রিল 24, 2024 | 05:51 পূর্বাহ্ন

আমি প্রবাস থেকে বলছি

প্রবাসে’তে থাকি মাগো
অনেক কষ্ট নিয়ে,
তোমাদের’কে করতে সুখি
খাটছি জীবন দিয়ে।
বন্ধু-বান্ধব, আত্নিয়-স্বজন
পাশে’তে কেউ নাই,
তোমার আদর দূর দেশেতে
বলো কোথায় পাই?
সারাটা দিন কর্ম শেষে
বাসায় যখন ফিরি,
দুঃখ-সুখে সদা মাগো
তোমায় মনে করি।
থাকলে পাশে বলতে বাছা
আয়রে আমার কোলে,
সকল কষ্ট যেতাম ভুলে
তোমার স্নেহ পেলে।
তুমিও নাই আদরও নাই
প্রবাস জীবনে,
ভুলে তুমি যেও না মাগো
রেখো স্বরণে।
খুশির দিনে যখন দেখি
একলা বিদেশ আমি,
মনটা তখন গোঁমড়ে কাঁদে
জানো কি মা তুমি?
আর কিছু না করো দোয়া
থাকি যেনো সুখে,
ক্লান্তি শেষে আমি যেনো
হাসতে পারি মুখে।

-এস এইচ

এই সম্পর্কিত আরও

আবুল কালাম
বিস্তারিত...
 আরবে ঈদের তারিখ ঘোষণা
বিস্তারিত...
813788_175
বিস্তারিত...
রিসেপ তাইয়েপ এরদোগান
বিস্তারিত...
জান্নাতের ফুল
বিস্তারিত...
কাজী নজরুল ইসলাম
বিস্তারিত...