উগ্র হিন্দুত্ববাদীরা হিজাব পরিহিতা এক মুসলিম তরুণীকে ভয় দেখানোর জন্য জয় শ্রীরাম স্লোগান দিচ্ছে, কিন্তু তাদেরকে ভয় না করে সাহসী এক প্রতিবাদ করেছেন। গেরুয়া বাহিনীর সামনেই আল্লাহু আকবার তাকবীর ধ্বনি তোলেন এই মুসলিম তরুণী। সাহসী স্বরে ধ্বনি তুলতে তুলতে দৃঢ়চিত্তে হেটে যান নিজের ক্লাস রুমে।
মুহূর্তেই তার এই ভিডিও শোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। এরপর জমিয়তে উলামায়ে হিন্দ সাহসী ওই তরুণীকে পাঁচ লাখ রুপি পুরস্কারের ঘোষণা দেন।
এদিকে তার সাহসী এই তরুণীর পরিচয় জানার জন্য অনেকেই উদগ্রীব হয়ে আছেন। জমিয়তে উলামায়ে হিন্দ সূত্রে জানা যায়, সাহসী ওই তরুণীর নাম মুসকান খান। তিনি কর্ণাটক মহত্মা গান্ধী উদুপি কলেজের বি’কম দ্বিতীয় বর্ষের ছাত্রী। মেধাবী এই ছাত্রীর পিতার নাম মুহাম্মদ হুসাইন খান। তিনিও কর্ণাটকের বাসিন্দা।
তথ্যসূত্রে জানা যায়, মুসকান পার্কিং লটে তার স্কুটি পার্ক করে অ্যাসাইনমেন্ট জমা দিতে যাচ্ছিলেন। এমন সময় একদল গেরুয়া পরা ছাত্র তাকে ঘিরে ধরে এবং জয় শ্রীরাম স্লোগান দিতে থাকে। এমন সময় মুসকান সাহসী কণ্ঠে ‘আল্লাহু আকবার’ শ্লোগান তোলেন।
মুসকান বলেন, ‘এমন পরিস্থিতির জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। আমি অ্যাসাইনমেন্ট জমা দিতে চেয়েছিলাম। কিন্তু আমি বোরকা পরেছিলাম বলে তারা আমাকে ঢুকতে দিচ্ছিল না। তিনি বলেন, আমরা আমাদের প্রতিবাদ চালিয়ে যাব কারণ হিজাব পরা একজন মুসলিম মেয়ের অধিকার।