● শুক্রবার, এপ্রিল 26, 2024 | 03:46 অপরাহ্ন

আশুরার মূল বাণী

আশুরার মূল বাণী

সেদিন সুদূর কলকাতা থেকে দেখি কালামের ফোন,
দেখেই হঠাৎ চমকিত আর পুলকিত হলো মন।
ধরেই কালাম দিলো সালাম,বললো, “কেমন আছিস?”
বললাম আমি,”স্মরণে ছিলি তুই, অনেক বছর বাঁচিস।”

শুনলাম ফোনের ওপার থেকে তীব্র কোলাহল,
জিজ্ঞাসিলাম,”বন্ধু তুই আছিস কোন মহল?”
বন্ধু বললো,”জানিস না কি?আজ তো আশুরা।”
জবাবে বললাম,”আশুরা বলে কি এত বড় মহড়া?”
জবাবে কালাম হাসিয়া বললো,”তা কি হবে না ভাই?
এই দিনে হাসানের মৃত্যু হয়েছিলো আশা করি ভুলিস নাই।”
হাসিয়া তবে কহিলাম আমি,”ভুলিনি আমি তা,
তবে আশুরার স্মরণীয়তা শুধু হাসানের মৃত্যুতে না।
এই দিনে খোদা সৃষ্টি করেছেন আসমান জমিন হ্রদ,
এই দিনে ফেরাউন নিক্ষিপ্ত হয় লোহিত সাগর।
এই দিনে নূহ(আঃ) এর নৌকার নোংগর পড়ে ভাই,
এই দিনে দাউদ (আঃ) তাওবা কবুলের কথা শোনা যায়।
এই দিনে তব ঈসা নবীকে নিয়েছিলেন আল্লাহ উর্ধাকাশে,
এই দিনে ইব্রাহীম নবীকে বাচান বাতাসে।
বুঝলে তবে কি ভাই?”

কালাম খানিক হাসিয়ে বলিলো,
“আশুরার সওয়াব পিঠে বুকে পেটে চাকু চাপড়ানো তে নাই।”

কবি পরিচিতি
শাফায়াত আহমেদ
আব্দুল হাই রোড, জিগাতলা, গাবতলি মসজিদ, ঢাকা
মোবাইলঃ 01304164548

এই সম্পর্কিত আরও

আবুল কালাম
বিস্তারিত...
 আরবে ঈদের তারিখ ঘোষণা
বিস্তারিত...
813788_175
বিস্তারিত...
রিসেপ তাইয়েপ এরদোগান
বিস্তারিত...
জান্নাতের ফুল
বিস্তারিত...
কাজী নজরুল ইসলাম
বিস্তারিত...