● মঙ্গলবার, সেপ্টেম্বর 10, 2024 | 09:42 পূর্বাহ্ন

আশুরা স্মরণে

“আশুরা স্মরণে”

হৃদয়ে বেদনা ঝরে নয়নের জলে স্মৃতি খুঁজি,

সাবাবে জান্নাত নবি দৌহিত্র ন্যায় এর প্রতিচ্ছবি

জিহাদে শাহাদাতের শরাব পান করে জান্নাতে।

ইসা মুসা নুহ ইউনুছ ইব্রাহিম সবই যে

প্রভুর সাথে প্রেম করেছে ঐ দিনে।

কঠিন মহূর্তে বিজয় হয়েছে মহান রবের দয়াতে।

তোমার শির বাগদাদকে করেছে জ্ঞানের উৎস!

জিন্দা করেছে ইসলাম বিদ্রোহ খতম।

আসগরের রক্তে ফুরাতের স্রোত অসান্তির ধরাতে

সবুজ শ্যামল উর্বর হয়েছে ইসলামের ভুমিতে,

জালিম অত্যাচারে আহমিকা প্রসাদে প্রসাদে

সত্তের বানী দ্রূত অর্শে সিংহাসনে ।

ইসলাম শির নত করবে না জালিমের অত্যাচারে,

যন্ত্রণাময় মুহারারম সজিব করে মুসলিমের ইমান।

নমরুদ ফেরাউন কারুনের শাস্তি তার প্রমান।

হাজার অত্যাচারে সত্যের বাণী ওদের মসনদে।

কবি পরিচিতি-
মো. তারেক তানভীর
কাশিমালকুড়ি, শালগ্রাম(৫৮৯০), ছাতিয়ানগ্রাম, আদমদিঘী, বগুড়া।
মোবাইলঃ  01767121137. 

এই সম্পর্কিত আরও

কুরআন শরিফ হাতে নিয়ে কসম খাওয়ার বিধান কী
বিস্তারিত...
office-course
বিস্তারিত...
কাবার চাবি
বিস্তারিত...
হজ-2025
বিস্তারিত...
খিলাফত
বিস্তারিত...
আবুল কালাম
বিস্তারিত...