1. faysalislam405@gmail.com : ফয়সাল ইসলাম : ফয়সাল ইসলাম
  2. tajul.islam.jalaly@gmail.com : তাজুল ইসলাম জালালি : তাজুল ইসলাম জালালি
  3. marufshakhawat549@gmail.com : মারুফ হোসেন : মারুফ হোসেন
  4. saddam.samad.24@gmail.com : সাদ্দাম হোসাইন : সাদ্দাম হোসাইন
  5. : :
বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১০:২৫ পূর্বাহ্ন

ইত্তিহাদুল আইম্মাহ বাড্ডা,র ইসলাহী মজলিশ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১
  • ২৪৪ বার পড়া হয়েছে
ইত্তিহাদুল আইম্মাহ
ইত্তিহাদুল আইম্মাহ

গতকাল ২২ তারিখ সোমবার বাদ ঈশা পূর্ব বাড্ডা সেকান্দারবাগে জালালিয়া মাদরাসায় ইত্তিহাদুল আইম্মাহ বাড্ডা,র ইসলাহী মজলিশ অনুষ্ঠিত হয়। আইম্মায়ে মাসাজিদের দায়িত্ব ও কর্তব্য, বর্তমান সময়ে ইমামদের করণীয় ইত্যাদি বিষয় নিয়ে আলোকপাত করেন মজলিশে উপস্থিত বিভিন্ন মসজিদের ইমামগণ। কমিটির অপূর্ণ পদগুলো পূর্ণ করে নতুন নতুন দায়িত্ব দেওয়া হয় বাড্ডা এলাকার বিভিন্ন মসজিদের ইমাম ও খতিবদেরকে।

সভাপতি ও সেক্রেটারী পদদ্বয় আগেই নির্ধারিত ছিল। এই দুই পদে দায়িত্ব পালন করে আসছেন যথাক্রমে মুফতি তাজুল ইসলাম জলালী ও মুফতী হাফিজুর রহমান আমিনী। গতকালের মজলিশ থেকে নতুন করে দায়িত্ব পান আরও- ১৩জন। আগামী মজলিশে প্রবীণ ইমামদের একটি উপদেষ্টা কমিটি গঠন হবে বলে হক কথাকে জানান মজলিশে উপস্থিত থাকা একজন ইমাম।

ইত্তিহাদুল আইম্মাহ
ইত্তিহাদুল আইম্মাহ

গতকালের মজলিশে মুল বক্তব্য তুলে ধরেন ইত্তিহাদের সভাপতি হক কথা ২৪ ডট নেট সম্পাদক মুফতি তাজুল ইসলাম জালালী। তিনি তার আলোচনায় ইত্তিহাদুল আইম্মাহ গঠনের উদ্দেশ্য তুলে ধরেন-

১। সামজিক বিভিন্ন হালাতের উপর ইমামদের ঐক্য তৈরী করা।
২। মুখতালাফ-ফী মাসায়েলে ঐক্য তৈরী করা।
৩। ইমাম প্রশিক্ষণ-
ক. ক্বিরাত প্রশিক্ষণ।
খ. আরকানুস সালাত প্রশিক্ষণ।
গ. আখলাকুল ইমাম প্রশিক্ষণ।
ঘ. খুতবাতুল জুমা প্রশিক্ষণ।
ঙ. সামাজিক আচরণ প্রশিক্ষণ।
৪। বেতন বৈষম্য দূরিকরণ।
৫। শীত, গ্রীষ্ম, ঈদ ও তারাবীহ নামাযে সময় নির্ধারণ নীতিতে সমতা আনয়ন।
৬। মসজিদ কমিটির সাথে ইমামদের সম্পর্ক দৃঢ় করার প্রকৃয়া তৈরী করণ।
৭। প্রাণের ধর্ম ইসলাম, প্রিয় মাতৃভুমি বাংলাদেরশের সুরক্ষায় ইমামদের ভুমিকা ও
করনীয় নীতি নির্ধারণ।
৮। নির্যাতিত ইমামদের সুরক্ষায় সকল ইমামদের ভুমিকা পালন।
৯। বঞ্চিত ইমামদের অধিকার আদায়ের পথ তৈরী করণ।
১০। ইমাম অধিকার নীতি প্রণয়ন।
১১। পৃথিবীর শ্রেষ্ঠ খাদেমে দ্বীন আইম্মায়ে মাসাজিদের অসহায় কালে সহায়তার জন্য
ফান্ড গঠন।
১২। বিভিন্ন সময়ে সামাজিক অবস্থার ব্যবস্থায় ঐক্য তৈরী করণ।
১৩। এক নীতিতে মসজিদ ভিত্তিক সমাজ গঠন।
১৪। তুচ্ছ বা অহেতুক ঘটনায়, প্রভাবশালীদের প্রভাবে, বিনা অপরাধে বা তুচ্ছ
কারণে, অন্যায় অপবাদে খেদমত থেকে অব্যাহতি পাওয়ার গ্লানী থেকে
জাতীর রাহবার আইম্মায়ে মাসাজিদকে সুরক্ষায় স্বজাতি ইমামদের ভুমিকায়
নীতির প্রনয়ণ।
১৫। ইমাম নিয়োগ ও অব্যাহতি বিষয়গুলো নীতির আওতায় আনয়।

ধর্ম,দেশ ও সমাজের কল্যাণে আইম্মায়ে মাসাজিদকে ঐক্যবদ্ধ বলিষ্ঠ ভুমিকা রাখার আহবান জানিয়ে সভাপতি তাঁর বক্তব্য শেষ করেন।

সাধারণ সম্পাদক মুফতি হাফিজুর রহমান আমিনী ও মুফতি হাবিবুর রহমানসহ আরও অনেকে নিজেদের অভিব্যক্তি প্রকাশ করেন। সভায় আরও উপস্থিত ছিলেন-মুফতি মাহমুদুল হাসান, হাফেজ তাওহিদুজ্জামান, হাফেজ রহিজ উদ্দীন, হাফেজ আমীনুল ইসলাম আমিনসহ আরও অনেকে।

ইত্তিহাদুল আইম্মাহ

বিজ্ঞাপন




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও
Share via
Copy link
© ২০২৩- সর্বস্বত্ব সংরক্ষিত । হক কথা ২৪.নেট
Theme Designed BY Kh Raad ( Frilix Group )
Share via
Copy link