জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব ও মাদরাসা ই আলিয়ার সাবেক প্রিন্সিপাল মাওলানা সালাহউদ্দিন (৮৭) আজ বৃহস্পতিবার বিকেলে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ৩ মেয়েসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন।
দীর্ঘদিন তিনি বার্ধক্যজনিত কারণে শয্যাশায়ী ছিলেন। বিকেলে ধানমন্ডির ঝিগাতলাস্থ বাসায় তিনি অসুস্থ হয়ে পড়লে দ্রুত ল্যাব এইড হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে আসে।
বার্ধক্যজনিত কারণে প্রায় চার বছর যাবত জাতীয় মসজিদের খতিবের দায়িত্ব পালন করতে পারেনি। তিনি ১৯৪৪ সালে নারায়ণগঞ্জের বন্দর থানার কলাগাছিয়া হাজবাদী গ্রামে জন্ম গ্রহণ করেন। বিগত তত্বাবধায়ক সরকারের আইন ও ধর্ম বিষয়ক উপদেষ্টা ও সাবেক এটর্নি জেনারেল এ এফ হাসান আরিফের অনুমোদনে ২০০৮ সালের ডিসেম্বর মাসের শেষ দিকে মাওলানা সালাহ উদ্দিন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হিসেবে দায়িত্ব লাভ করেন। এরপর ২০০৯ সালের ১ জানুয়ারী তিনি বায়তুল মোকাররমের খতিব হিসেবে কর্মস্থলে যোগদান করেন। মরহুম মাওলানা সালাহ উদ্দিনের নামাজে জানাজার সময় পরিবারের পক্ষ থেকে পরে জানানো হবে।