ইন্তেকাল করেছেন বাংলাদেশ খেলাফত আন্দোলন একাশেংর আমির মাওলানা জাফরুল্লাহ খান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আজ শুক্রবার (২১ জানুয়ারি) ১২টা ৩০ মিনিটের দিকে চট্টগ্রামের একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।
মরহুমের জামাতা মাওলানা মাকসুদ রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, হুজুর (মাওলানা জাফরুল্লাহ খান) চট্টগ্রাম সফরে ছিলেন। সেখানে তিনি অসুস্থ হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।