ইসরায়েলের সেনাবাহিনী ইব্রাহিমি মসজিদে প্রবেশ মুসলিমদের জন্য নিষেধাজ্ঞা করে দিয়েছে। ইসরায়েলের ইহুদিদের সুকোত উৎসব পালনে যেন কোনো রকম অসুবিধা না হয় সেই জন্য মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত হেবরনের এ ইব্রাহিমি মসজিদকে (আল-খলিল মসজিদ) মুসলিমদের জন্য বন্ধ করে দেয় ইসরায়েল।
হেবরনের এ ইব্রাহিমি মসজিদের পরিচালক শেখ হাফতি আবু স্নেইনা বলেন, ইসরাইলি সেনাবাহিনী হেবরনের এ ইব্রাহিমি মসজিদের (আল-খলিল মসজিদ) প্রশাসনকে বলে যে মঙ্গলবার রাত থেকে শুক্রবার মধ্যরাত পর্যন্ত এ মসজিদ বন্ধ থাকবে। ইসরাইলি সেনারা হেবরনের পুরাতন শহরাঞ্চলে সাধারণ ফিলিস্তিনিদের চলাচলের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করেন। যাতে করে হেবরন শহরে ফিলিস্তিনিরা প্রবেশ করতে না পারে। ইসরাইলের ইহুদিদের সুকোত উৎসব পালন নির্বিঘ্ন করতে হেবরন শহরে এ ব্যবস্থা নেয়া হয়েছে।
মিডল ইস্ট মনিটরের প্রতিবেদন অনুসারে, এ মাসের মধ্যে হেবরনের এ ইব্রাহিমি মসজিদকে তৃতীয়বারের মতো বন্ধ করে দেয়া হয়েছে। যাতে করে ইসরাইলি ইহুদি বসতি স্থাপনকারীরা তাদের ধর্মীয় স্থানগুলোতে নির্বিঘ্নে প্রবেশ করতে পারে এবং তাদের উৎসবগুলো পালন করতে পারে।