ইমাম আবু হানিফা রহঃ একবার কয়েকজন সথীকে নিয়ে এক জায়গায় দাড়িয়ে ছিলেন। পাশেই কয়েকটি বালক বল খেলছিল। খেলার একপর্যায় বলটি ছুটে এসে ইমাম আবু হানিফার একদম কাছাকাছি থামলো। ইমাম আবু হানিফার কাছ থেকে বলটি ফিরিয়ে নিতে কোন বালকই সাহস পাচ্ছিলো না । এর মাঝে হঠাৎ এক বালক বলে উঠল, আমি বল নিয়ে আসবো, দেখি কি হয়? হুজুর হইছে তাতে কি হইছে? ইমাম আবু হানিফা হইছে তাতে আমার কি? এই বলে গোছলেংটি দিয়ে ইমাম আবু হানিফার কাছ থেকে এসে বলটি নিয়ে গেল। ইমাম আবু হানিফা রহঃ এর সাথীরা হযরতকে জিজ্ঞাসা করলো, হযরত বালকটি এমন আচরণ করলো কেন? ইমাম আবু হানিফা তার সাথীদেরকে বলেন, ছেলেটির জন্মের দোষ আছে। খবর নিয়ে জানা গেল আসলেই ছেলেটির জন্ম নিয়ে কথা আছে। এবার সাথীরা আবু হানিফা রহঃ কে জিজ্ঞাসা করলের, হযরত আপনি ছেলের জন্ম সমস্যা বুঝলেন কীভাবে? আবু হানিফা রহঃ বললেন, নবীদের সাথে যারা বেয়াদবী করেছে পবিত্র কুরআনে আল্লাহ পাক নিজে তাদেরকে তাদের জন্মদোষের কথা বলেছেন। আলেমরাগন নবীদের ওয়ারিশ সেই হিসেবে আলেমদের সাথে বেয়াদবী যারা করে তাদের জন্মদোষ থাকাটাইা স্বাভাবিব এই হিসেবেই বলেছি।
উপদেশঃ
বালকটি ভালো আচরণের মাধ্যমেই ইমাম আবু হানিফার কাছ থেকে বলটি ফিরিয়ে নিতে পারতো। অপ্রয়োজনেই সে অন্যায় আচরণ করেছে। আলেমদের সাথে অযথা অন্যায় আচরন করা খুবই কূ-লক্ষণে।