ইসলামি পোশাক পরার দায়ে জাম্বিয়ার পার্লামেন্টের এক মুসলিম সদস্যকে বহিষ্কার করা হয়েছে। লুমজি জেলার প্রতিনিধি মুনির জুলু একটি জুব্বা পরে পার্লামেন্টে উপস্থিত হয়েছিলেন। পার্লামেন্টের স্পিকার বলেছে, এই পোশাক পরে জাম্বিয়ার পার্লামেন্টে উপস্থিত হওয়ার ফলে পার্লামেন্টের পোশাক কোড লঙ্ঘন করা হয়েছে।
জুলু বলেছেন, তিনি পার্লামেন্টে ড্রেস কোডের সাথে সাংঘর্ষিক কোনো নিয়ম লঙ্ঘন করেননি। কারণ ইসলামিক পোশাক জুব্বা যা টোগা (ঐতিহ্যবাহী আফ্রিকান পোশাক) হিসাবে ব্যবহার করা যেতে পারে।
পূর্ব আফ্রিকায় অবস্থিত একটি দেশ জাম্বিয়া। সেখানকার প্রায় ১ কোটি ৮৫ লাখ জনগণের মধ্যে ৫৫ হাজার মুসলিমের বসবাস। জাম্বিয়ান মুসলিমদের বেশিরভাগ সুন্নি মাজহাবের। তবে সেদেশে ভারতীয় শিয়াদের একটি দল আনুষ্ঠানিকভাবে শিয়া ইসলামিক সংস্থা গঠন করেছে। জাম্বিয়ার মুসলমানরা আফ্রিকান, তাবার এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার অভিবাসী।