ব্রিটেনের বিখ্যাত গায়ক (র্যাপার) ডাচভিলি ইসলাম গ্রহণ করেছেন। এই সিদ্ধান্তের পেছনে ভূমিকা রেখেছে ইসলামী শিক্ষার প্রতি তার অসাধারণ মুগ্ধতা। গতকাল বুধবার এক্সপ্রেস নিউজ এ খবর নিশ্চিত করে।
সংবাদমাধ্যমটি জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল এক ভিডিওতে ডাচভিলিকে এক আলেমের কাছে কালিমা পাঠ করে ইসলামে প্রবেশ করতে দেখা যায়। এই গায়কও তার ইনস্টাগ্রাম একাউন্টে নিজের ইসলামে দীক্ষিত হওয়ার ভিডিওটি শেয়ার করেছেন।
সূত্রে জানা যায়, ইসলামী শিক্ষায় প্রভাবিত হয়ে মুসলিম হয়েছেন তিনি। এর আগে তিনি পবিত্র কুরআন ও বেশ কিছু ধর্মীয় বই পড়েন। তারপরই সিদ্ধান্ত নেন ইসলাম গ্রহণের।