● সোমবার, সেপ্টেম্বর 9, 2024 | 02:08 অপরাহ্ন

ইসলাম প্রচারে হযরত আবু বকর সিদ্দীক (রা.)-এর অবদান

ইসলাম প্রচারে হযরত আবু বকর সিদ্দীক (রা.)- পয়গম্বর (সা:)-এর বন্ধুত্বের পরিপূর্ণ দায়িত্ব পালন করেছেন। রাসূলে আকরাম (সা:) প্রত্যেক সকাল-সন্ধ্যায় হযরত আবু বকর সিদ্দীক (রা.)-এর গৃহে গমন করতেন এবং ইসলামের তাবলীগ প্রসঙ্গে যাবতীয় গোপন বিষয়ে পরামর্শ করতেন। অতঃপর প্রিয় নবী (সা:) আল্লাহর বাণী পৌঁছে দিতে যে সকল ব্যক্তি, গোত্র, জনপদ ও সমাবেশে হাজির হতেন, হযরত আবু বকর সিদ্দীক (রা.)-ও তাঁর সাথে থাকতেন।

হযরত আবু বকর সিদ্দীক (রা.) নিজ থেকেও এ গুরুদায়িত্ব সম্পাদনে বিন্দমাত্র অবহেলা করেননি। তারই ঐকান্তিক প্রচেষ্টার বদৌলতে প্রখ্যাত সাহাবী হযরত ওসমান ইবনে আফফান (রা:), হযরত যুবায়ের ইবনে আওয়াম (রা:), হযরত তালহা ইবনে ওবায়দুল্লাহ (রা:), হযরত আব্দুর রহমান ইবনে আউফ (রা:) ও হযরত সা’দ ইবনে আবী ওয়াক্কাস (রা:)-এর মতো ইসলামের শীর্ষ স্থানীয় ব্যক্তিবর্গ ইসলাম গ্রহণ করেন। হযরত আবু বকর সিদ্দীক (রা.)-এর সহিত সম্পর্ক থাকার কারণেই তারা ইসলাম গ্রহলে ধন্য হয়েছিলেন। এ ছাড়া যেসব কৃতদাস ইসলাম গ্রহণ করায় কাফেরদের বর্বরোচিত নিষ্ঠুর অত্যাচার ও নির্যাতনের স্বীকার হয়। তখন হযরত আবু বকর সিদ্দীক (রা.)-ই ছিলেন যিনি নিজ অর্থে তাদের ক্রয় করে কাফেরদের জুলুমের থাবা থেকে মুক্তি দিয়েছিলেন।

এই সম্পর্কিত আরও

কুরআন শরিফ হাতে নিয়ে কসম খাওয়ার বিধান কী
বিস্তারিত...
office-course
বিস্তারিত...
কাবার চাবি
বিস্তারিত...
হজ-2025
বিস্তারিত...
খিলাফত
বিস্তারিত...
আবুল কালাম
বিস্তারিত...