1. kzuoadmin@haquekotha24.net : :
  2. tmevadmin@haquekotha24.net : :
  3. faysalislam405@gmail.com : ফয়সাল ইসলাম : ফয়সাল ইসলাম
  4. tajul.islam.jalaly@gmail.com : তাজুল ইসলাম জালালি : তাজুল ইসলাম জালালি
  5. marufshakhawat549@gmail.com : মারুফ হোসেন : মারুফ হোসেন
  6. najmulnayeem5@gmail.com : নাজমুল নাঈম : নাজমুল নাঈম
  7. iucxadmin@haquekotha24.net : :
  8. saddam.samad.24@gmail.com : সাদ্দাম হোসাইন : সাদ্দাম হোসাইন
বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ০৭:২৩ পূর্বাহ্ন

উপকারের প্রতিদান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১
  • ২০২ বার পড়া হয়েছে
Benefits

একদা ছোট্ট একটি পিঁপড়া একটি পানির নালার কাছে গেল। সে অনেকক্ষণ জানপ্রাণ দিয়ে খাদ্য সংগ্রহে লিপ্ত থাকায় ক্লান্ত হয়ে পড়েছিল। তাই একটু পানি পান করে পরিতৃপ্ত হওয়ার জন্য নালার কাছে গিয়েছেল। কিন্তু দুর্ভাগ্যবশত তার পা পিছলে গেল। ফলে সে পানিতে পড়ে গেল। পানি থেকে উঠে আসা তার পক্ষে সম্ভব ছিল না। কেননা, সে সাঁতার জানে না। ফলে সে ডুবে মরার উপক্রম হল। পাশেই পানির মধ্যে একটি পাথরের ওপর একটি শুভ্র সুন্দর পায়রী বসা ছিল। সে পিঁপড়াটির দুরবস্থা দেখছিল। পিঁপড়াটিকে মুক্ত করার জন্য তার হৃদয়টা মায়া-মমতায় বিগলিত হয়ে গেল। পায়রীটা স্থলভাগের দিকে উড়ে গেল। তখন তার ঠোঁটে ছিল একটি তৃণ। সে তৃণটি পানি ও পাড়ের মাঝামাঝি রেখে দিল। পিঁপড়াটি তৃণটিকে আঁকড়ে ধরে পানি থেকে নিরাপদে বেরিয়ে আসলো। কয়েকদিন পরের ঘটনা। উক্ত পায়রীটা একটি বৃক্ষশাখার ওপর পত্রপল্লবের ছায়ায় এস বসলো। অনেক দূর দিয়ে একজন শিকারী যাচ্ছিল। সে পায়রীটাকে দেখতে পেল। শিকারী পায়রীটাকে শিকার করার জন্য বন্দুকটা তার প্রতি তাক করার জন্য দাঁড়ালো। পায়রীটা কিন্তু শিকারীকে দেখেনি। সে তো নিশ্চিন্তে বসা। সুতরাং উড়ে গিয়ে জান বাঁচানোর কোন সম্ভাবনা ছিল না। কিন্তু পিঁপড়াটি- যাকে ওই পায়রীটা কয়েকদিন আগে বাঁচিয়েছিল-শিকারীকে দেখতে পেল। সে টের পেয়ে গেল শিকারী কি করতে চাচ্ছে। তাই সে দ্রুত শিকারীর গায়ে চড়ে বসলো। শিকারী যখন তার বন্দুক থেকে গুলি ছুঁড়তে যাচ্ছিল অমনি পিঁপড়াটি তার গায়ে ভীষণ কামড় বসিয়ে দিয়ে তাকে অস্থির করে দিল। শিকারীর দেহটা নড়ে উঠলো। আর গুলিটা অন্য দিকে চলে গেল। পায়রীটার গায়ে লাগল না। পায়রীটা বরং পিঁপড়াটির উপকার করার প্রতিদান হিসেবে বেঁচে গেল। আল্লাহ তা’আলা কুরআনে বলেছেন, যে ব্যক্তি অণুপরিমাণ কল্যাণ সাধন করে সে তার প্রতিদান স্বচক্ষে দেখতে পায়।

শিক্ষা: গল্পটা পড়ে জানতে পারলাম, পরোপকার করলে নিজেরও উপকার হয়। কি চমৎকার ঘটনা! পায়রীটি পিঁপড়াটিকে কি সুন্দর করে বাঁচালো! আবার বিনিময়ে পিঁপড়াটি কি বিস্ময়কর বুদ্ধি খাটিয়েই না পায়রীটির জীবন রক্ষা করল! আহ! আজকের মুসলমান যদি এরূপ প্রেরণায় সমৃদ্ধ হতো, তাহলে হয়তো গুম, হত্যা, খুন খারাবি দেশ থেকে বিদায় নিত। জল্লাদখানার পরিবর্তে দেশটা হতো জীবন রক্ষার কেল্লা।

বিজ্ঞাপন




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও
Share via
Copy link
© ২০২৩- সর্বস্বত্ব সংরক্ষিত । হক কথা ২৪.নেট
Theme Designed BY Kh Raad ( Frilix Group )
Share via
Copy link