প্রশ্ন: এখন আমার ব্যবসায় বিনিয়োগকৃত এ পরিমাণ টাকা আছে যার দ্বারা হজ্ব করা যায়। কিন্তু যদি এ টাকা দিয়ে ব্যবসা না করে হজ্ব করে ফেলি তাহলে আয়-উপার্জনের পথ এক প্রকার বন্ধ হয়ে যায়। এমতাবস্থায় আমার ওপর হজ্ব ফরজ হবে কি?
উত্তর: যদি প্রকৃত অবস্থা এমনই হয় য়ে, উক্ত টাকা দিয়ে ব্যবসা না করে হজ্ব করলে আপনার আয়-উপার্জনের পথ বন্ধ হয়ে যাবে। তাহলে এমতাবস্থায় আপনার ওপর ঐ টাকার কারণে হজ্ব ফরজ হবে না। কারণ টাকাটা আপনার কাছে ব্যবসার মূলধনের মতো। যা আপনার প্রয়োজনীয় মালের অন্তর্ভূক্ত হবে। তবে টাকাটা যেন এই পরিমাণ না হয় যা দ্বারা ব্যবসা করলে আপনার ও আপনার পরিবারের পর্যাপ্ত খরচ বহনের চেয়ে অতিরিক্ত হয়। এমন হলে ঐ টাকার কারণে আপনার ওপর হজ্ব ফরজ হবে।
সূত্র: ফাতাওয়া আলমগিরি: ১/২৮১, ফাতাওয়া তাতারখানিয়া: ২/৩২৭, আল-মাউসুয়াতুল ফিকহিয়্যাহ: ১৭/৩২