● বুধবার, এপ্রিল 24, 2024 | 04:50 পূর্বাহ্ন

la ilaha

এক বুজুর্গের অন্তিম অবস্থা

এক বুজুর্গ ব্যক্তি তাহার ভাইকে ওসীয়ত করিলেন , আমার ইন্তেকালের সময় যদি তুমি আমার নিকট উপস্থিত থাক তবে তখন তুমি আমার শিয়রে বসিয়া থাকিও। তুমি যদি দেখিতে পাও যে, ঈমানের সহিত আমার মৃত্যু হয়েছে , তবে আমার রেখে যাওয়া সমুদয় সম্পদের বিনিময়ে বাদাম ও চিনি খরিদ করিয়া শহরের বালকদের মধ্যে উহা বিতরণ করিয়া ঘোষণা দিবে যে, “এক ব্যক্তি বন্দী অবস্থা হতে মুক্ত হইয়াছে এবং এই উপলক্ষেই এই শিন্নী বিতরণ করা হইল।”

পক্ষান্তরে আমি যদি ঈমানহারা অবস্থায় মৃত্যুবরণ করি তবে উহাও সকলকে জানাইয়া দিবে যে, অমুক ব্যক্তি ঈমানহারা অবস্থায় মৃত্যুবরণ করিয়াছে। যেন মানুষ আমাকে মোমেন মনে করিয়া আমার লাশের নিকট না আসে।

উপরোক্ত ওসীয়ত শুনিয়া লোকটি তাহার ভাইকে জিজ্ঞাসা করিল, আপনার মৃত্যু ঈমানের সহিত হইল কি না তা আমি কেমন করিয়া জানবো? জবাবে সে তাহাকে ঈমানের সহিত মৃত্যু হওয়ার কিছু আলামত বলিয়া দিল। পরে তার ভাই দেখিতে পারিল- আল্লাহ পাকের অশেষ রহমতে তাহার ভাইয়ের বর্ণিত আলামত অনুযায়ী ঈমানের সঙ্গেই তাহার ইন্তেকাল হইয়াছে। অতঃপর সে ওসীয়ত অনুযায়ী শহরের বালকদের মধ্যে বাদাম ও চিনি বিতরণ করিয়া দিল।

এই সম্পর্কিত আরও

আবুল কালাম
বিস্তারিত...
 আরবে ঈদের তারিখ ঘোষণা
বিস্তারিত...
813788_175
বিস্তারিত...
রিসেপ তাইয়েপ এরদোগান
বিস্তারিত...
জান্নাতের ফুল
বিস্তারিত...
কাজী নজরুল ইসলাম
বিস্তারিত...