চলতি বছর করোনা সংক্রমণ রোধে টিকা নেওয়া মাত্র হজ পালনের সুযোগ পাবেন ৬০ হাজার মুসলিম। সাড়ে পাঁচ লাখের বেশি লোক নিবন্ধন করেন মাত্র ১০ দিনের আবেদনে। দেশটির সরকার ইতিমধ্যে সৌদিতে অবস্থানরত ১৫০টি দেশের নাগরিকদের থেকে ৬০ হাজার আবেদনকারীকে নির্বাচন করেছেন।
সৌদি সংবাদ মাধ্যম আরব নিউজ জানায়, এবার হজের আবেদনকারীদের বিভিন্ন মানদণ্ডের ভিত্তিতে নির্বাচন করা হয়েছে। এখানে সবচেয়ে বেশি অগ্রাধিকার পেয়েছে ১৮-৬৫ বছর বয়সী হওয়া ও প্রথম বার হজ পালনকারী। এছাড়াও করোনা টিকা গ্রহণ ও দুরারোগ্য ব্যাধি থেকে মুক্ত থাকার শর্তারোপ করেছে সৌদি কর্তৃপক্ষ।
দেশটির সরকার জানিয়েছেন, গত ১২ জুন (শনিবার) সৌদিতে অবস্থানরত ৬০ হাজার মুসলিম হজ পালনের সুযোগ পাবেন। এরপর থেকে শুরু হয় প্রাথমিক আবেদন। মাত্র পাঁচ লাখ ৫৮ হাজার ২৭০ জন আবেদন করেন। সৌদির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণাল জানিয়েছে, হজ ও ওমরাহ পালনের ক্ষেত্রে মুসল্লিদের ‘স্বাস্থ্য ও নিরাপত্তা’ অগ্রাধিকার বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।