শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, ২০২২ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষাও সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হবে। খুব শিগগিরই সারাদেশের শিক্ষার্থীদের টিকা দেওয়ার কাজ সম্পন্ন করা হবে।
গতকাল রবিবার (২ জানুয়ারি) বিকেলে সচিবালয়ে নতুন সচিবকে ফুল দিয়ে বরণ করে নেওয়ার পরে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
মহামারি করোনার কারণে সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হয়েছে ২০২১ সালের এইচএসসি পরীক্ষা। তাই এ বছরও পরীক্ষা হবে সংক্ষিপ্ত সিলেবাসে।
তিনি বলেন, করোনার কারণে শিক্ষা ব্যবস্থায় থাকা ঘাটতি পূরণই এখন আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে মার্চ পর্যন্ত পুরোপুরি শিক্ষা কার্যক্রম স্বাভাবিক হবে না।