এ বছর আরাফার দিনে মসজিদে নামিরা থেকে উপস্থিত মুসলিমদের উদ্দেশ্যে শাইখ মুহাম্মদ বিন আবদুল করিম আল-ঈসা আরবিতে খুতবা প্রদান করবেন। তাকে খুতবা প্রদানের জন্য নিযুক্ত করেছেন বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আস সৌদ। এবার হজের আরবি খুতবার ডাবিং শোনা যাবে বাংলাসহ মোট ১৪টি ভাষায়।
হজের খুতবা বাংলায় ভাষান্তর করবেন মোহাম্মদ শোয়াইব রশিদ ও তার সহকারী খলিলুর রহমান। মূলত ২০১৮ সাল থেকে বিশ্বের বিভিন্ন ভাষায় খুতবার অনুবাদ কার্যক্রম শুরু হয়।
জানা যায়, মাওলানা শোয়াইব রশীদ মাক্কীর জন্মস্থান চট্টগ্রামের বাঁশখালী। ১৯৯৮ সালে তিনি চট্টগ্রামের জামেয়া দারুল মা’আরিফ আল-ইসলামিয়ায় দাওরায়ে হাদিস ও পরের বছর উচ্চতর আরবি সাহিত্যে ডিগ্রি লাভ করেন। এরপর উচ্চশিক্ষা অর্জনের জন্য শিক্ষাবৃত্তি নিয়ে সৌদি আরবের উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন।
বর্তমানে তিনি পিএইচডি গবেষণার শেষ পর্যায়ে আছেন। সম্প্রতি তিনি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগে শিক্ষকতা শুরু করেন। এছাড়া তিনি অত্র বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করেন।