● বুধবার, এপ্রিল 24, 2024 | 05:57 পূর্বাহ্ন

ওযুঃ কিছু ভুল ও প্রতিকার

পবিত্রতা ইমানের অঙ্গ। ইসলামে পাক-পবিত্রতা অর্জনের কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে। যেমন, ওযু, গোসল, তায়াম্মুম ইত্যাদি। ওযু তে আমরা কিছু ভুল স্বাভাবিকভাবেই করে থাকি, তবে তা আমরা তেমন গ্রাহ্য করি না। কিন্তু এসব বিষয় মনে রেখে ওযু করলে, ওযু পরিপূর্ণ হয় অন্যথায় কিছু ভুলের কারণে ওযু অপরিপূর্ণ থেকে যেতে পারে।

ভূলসমূহঃ-

  • ওযুর নিয়ত ঠিকমতো না করা বা বিসমিল্লাহ্ না বলা।
  • মিসওয়াক না করা। ফলে মুখের ভিতর দুর্গন্ধ থেকে যেতে পারে।
  • হাতের আঙ্গুল ও এর মাঝে ঠিকমতো খিলাল না করা। ফলে ওযুর এ স্থানটি শুকনো থেকে যেতে পারে।
  • সময়ের কমতি হলে ঠিকমতো গড়গড়া না করে কুলি করা। ফলে মুখের ভিতর ঠিকমতো পরিষ্কার না-ও হতে পারে না।
  • নাকে ঠিকমতো পানি না দিয়ে শুধু ছিটানো।
  • মুখমন্ডল পুরোপুরি না ধোয়া অর্থাৎ আংশিক ধোয়া।
  • হাত কনুই পর্যন্ত ধুলেও আংশিক শুকনো থাকা।
  • মাথা মাসেহ করার পর, কানের লতি পর্যন্ত ঠিকমতো পানি না পৌছানো।
  • পায়ের আঙ্গুল ও এর মাঝে ঠিকমতো খিলাল না করা। পা ধৌত করার সময় গোড়ালি পর্যন্ত ঠিকমতো না ধোয়া।

প্রতিকারঃ-

  • ওযুর নিয়ত আত্মস্থ করা বা অক্ষম হলে মনে মনে এই নিয়ত করা – “ আমি নাপাকি হতে পরিত্রান ও পাক-পবিত্রতা অর্জনের উদ্দেশ্যে ওযু করছি।” অথবা শুধু মনে মনে ‘ওযু করছি’ এইটুকু বলা। এবং অবশ্যই ওযুর পু্র্বে বিসমিল্লাহ্ পড়া।
  • সদা মিসওয়াক সাথে রাখা ও ওযুর পুর্বে মিসওয়াক করা। এ ব্যাপারে মহানবি (স.) তাগিদ দিয়ে বলেন, “আমার উম্মতের জন্য কষ্টকর না হলে আমি প্রতি ওয়াক্তে তাদের ওযুর পুর্বে মিসওয়াকের আদেশ দিতাম।”
  • হাতের আঙ্গুল ও এর মাঝে ঠিকমতো খিলাল করা। যাতে শুকনা না থেকে যায়।
  • সময়ের কমতি বা বাড়তি যাই হোক সদা সর্বদা গড়গড়া সহ ঠিকমতো কুলি করা যাতে মুখের ভিতর কােনো ময়লা না থাকতে পারে।
  • নাকে পানি না ছিটিয়ে নাকের সামনে পানি ধরে টেনে নেয়া বা কিছুক্ষণ ধরে রাখা যাতে নাকের নরম অংশ পর্যন্ত পানি যায়। টেনে নিলে যদি মস্তিষ্কে চলে যাওয়ার সম্ভাবনা থাকে তবে পানি ধরে রাখবেন, এতেও অক্ষম হলে পানি ছিটিয়ে ভালোভাবে নাকের নরম অংশ পর্যন্ত পানি পৌছানো।
  • মুখমন্ডল ভালোমতো ধোয়া যাতে কোনো অংশ শুকনো না থাকে।
  • হাত ধোয়ার সময় বিশেষ যত্নবান হওয়া যাতে সকল স্থানে পানি পৌছে।
  • কানের লতি পর্যন্ত ভালোভাবে পানি পৌছানো এবং পরিষ্কার করা।
  • পায়ের আঙ্গুল ও গোড়ালি ঠিকমতো ধৌত করা যাতে শুকনা না থাকে।

উপরের বিষয়গুলো মেনে ওযু করলে ইনশাল্লাহ্ আমাদের ওযু পরিপূর্ণ হবে ও আমাদের ইবাদত সফল হবে।

এই সম্পর্কিত আরও

আবুল কালাম
বিস্তারিত...
 আরবে ঈদের তারিখ ঘোষণা
বিস্তারিত...
813788_175
বিস্তারিত...
রিসেপ তাইয়েপ এরদোগান
বিস্তারিত...
জান্নাতের ফুল
বিস্তারিত...
কাজী নজরুল ইসলাম
বিস্তারিত...