ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, করোনা ভাইরাস এক ভয়ঙ্কর মহামারী। এই মহামারি এখনো শেষ হয়ে যায়নি। এখন সবাইকে অবশ্যই এ ভাইরাসের সঙ্গে বেঁচে থাকা শিখতে হবে। জীবনযাপনের সকল ক্ষেত্রে চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নিতে হবে।
আজ সোমবার (৫ জুলাই) বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। যুক্তরাজ্যে করোনার কারণে চলমান বিধিনিষেধ তুলে নেওয়ার বিষয়ে বরিস জনসন আজ তার সরকারের পরিকল্পনার কথা জানাবেন। স্থানীয় সময় ১৯ জুলাই থেকে এই বিধিনিষেধ আরোপ তুলে নেওয়া হবে।
১৯ জুলাই থেকে বিধিনিষেধ তুলে নেওয়া হলেও কিছু ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা বহাল রাখা হবে। যেকোনো অনুষ্ঠানে বেশি লোকের সমাগম করা যাবে না।