কুমিল্লার বুড়িচংয়ে ড্রাম ট্রাকের চাপায় অটোরিকশার চালক-যাত্রীসহ ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ট্রাক ও অটোরিকশার ২ আরোহী। আজ শুক্রবার সকালে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের বুড়িচং উপজেলার সিন্ধুরিয়াপাড়া কাটাজঙ্গল তুতবাগান এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
ময়নামতি হাইওয়ে থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর জানান, নিহতরা হলেন অটোরিকশা চালক জুলহাস মিয়া, যাত্রী জহিরুল ইসলাম, মো. জালাল ও সাইফুল ইসলাম। নিহত আরেকজনের পরিচয় এখনও জানা যায়নি। আহত ২ জনকে ময়নামতি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি বেলাল জানান, ভোরে সিএনজি চালিত অটোরিকশাটিকে একটি অজ্ঞাত ড্রাম ট্রাক চাপা দিলে ঘটনাস্থলে ৫ জন নিহত হন। এ ঘটনায় আহত হন ২ জন। মরদেহ থানায় নেয়া হয়েছে।