সাদ্দামঃ এই মারুফ, নাও, এই চিঠিটা আমার রুমমেটকে দিয়ে আসো।
মারুফঃ ভাই! চিঠিতো দেওয়া যাবে তাতে সমস্যা নাই। কিন্তু সমস্যা হলো সে তো অনেক রাগী। এখন সে ঘুমাচ্ছে। ঘুম থেকে ডাকলেতো আমাকে ইচ্ছা মতো বকাবকি করবে।
সাদ্দামঃ আরে কিচ্ছু হবে না। তুমি যাও
মারুফঃ ঠিক আছে ভাই। (গেলাম সাদ্দাম ভাইয়ের রুমমেট বড় রাগী মানুষ জীবন ভাইয়ার কাছে)।
-‘ভাই, আপনার চিঠি।’
জীবনঃ (কাচা ঘুম ভেঙে যাওয়ায় রেগে মেগে) ‘এটা কোন ছাগলের চিঠি?’ \
মারুফঃ ভাই, আপনার।
জীবনঃ কোন গাধা লিখেছে?
মারুফঃ ভাই, আপনার বাবা!
উপদেশঃ ঘুমন্ত ব্যক্তিকে কোনো কিছু বলা বা দেওয়া ঠিক নয়। কারণ ঘুমের মধ্যে সে কি বলে, কাকে বলে সেই হিতাহিত জ্ঞান থাকে না।