প্রশ্ন: রোযা অবস্থায় পানিতে ঝাপানো, বৃষ্টিতে নেমে হাই তোলা অথবা কেউ পানি নিক্ষেপ করার কারণে কয়েক ফোটা পানি গলায় চলে যাওয়া। এতে কি রোযার কোনো ক্ষতি হবে?
উত্তর: হ্যাঁ, এতে রোযা ভেঙ্গে যাবে এবং শুধু কাযা ওয়াজিব হবে। কাফফরা ওয়াজিব হবে না।
সূত্র: ফাতাওয়া আলমগিরি: ১/২০৩, হিদায়া: ১/২১৮, আল-বাহরুর রায়েক: ২/৪৮৫, রদ্দুল মুহতার: ৩/৩৬৬