আজ বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকালে রাজধানীর গুলশান লেক পারাপারের সময় কয়েকজন যাত্রী নিয়ে একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। গুলশান-১ ও ২ নম্বরের মাঝামাঝি (গুলশান-১ রোড-৩১) নৌকাটি ডুবে যায়।
নৌকা ডুবির খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধারের চেষ্টা করছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের স্টেশন অফিসার শাফায়াত গণমাধ্যমকে বলেন, নৌকায় বেশ কয়েকজন যাত্রী পার হচ্ছিলেন। তারা নৌকায় করে কড়াইল বস্তির দিকে যাচ্ছিলেন। লেকের মাঝামাঝি এসে হঠাৎ করেই নৌকাটি ডুবে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নৌকার মাঝিকে জীবিত উদ্ধার করেন।
নৌকার মাঝি জানান, নৌকায় ৭-৮ জন যাত্রী ছিল তারা সবাই সাঁতার কেটে উঠে গেছে। ডুবুরিরা উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন।
এদিকে গুলশান থানা পুলিশ জানায়, ওই নৌকার মাঝিকে থানায় নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে তার নাম জানা যায়নি। লেকটিতে নৌকা চলাচলের জন্য অনুমোদন না থাকলেও অনেকে লেকটি দিয়ে নৌকা ব্যবহার করে কড়াইল বস্তিতে যাতায়াত করেন।