চলন্ত ট্রাকে আগুন লেগে যায়। জ্বলন্ত অবস্থায় ট্রাক থেকে ঝাঁপ দিলেন চালক। প্রাণে বাঁচতে বড় রাস্তার ওপর ছোটাছুটি করেন। গতকাল শনিবার গাঁ শিউরে ওঠার মতো এই দৃশ্য দেখলেন ভারতের পশ্চিমবঙ্গের আসানসোল– চিত্তরঞ্জন সড়কের পথচারীরা।
স্থানীয় মানুষরা চেষ্টা করেও আগুন নেভাতে পারেননি। দমকল বাহিনী প্রায় ১ ঘণ্টা পর আগুন নেভায়। ততক্ষণে পুড়ে যায় ট্রাকটির অধিকাংশ।
স্থানীয়রা জানিয়েছেন, শনিবার বিকাল ৪টা নাগাদ সালানপুর থানা এলাকার দেন্দুয়া মোড় থেকে রূপনারায়নপুর দিকে যাওয়ার সময় একটি ট্রাকে আগুন লাগে। প্রাণ বাঁচানোর জন্য ট্রাক থেকে জ্বলন্ত অবস্থায় ঝাঁপ দেন চালক। জ্বলন্ত অবস্থাতেই রাস্তার মধ্যে ছোটাছুটি করতে থাকেন তিনি। ওই দৃশ্য দেখে ছুটে আসেন স্থানীয়রা।
চালককে উদ্ধার করার পর ট্রাকের আগুন নেভানোর চেষ্টা শুরু হয়। খবর দেওয়া হয় দমকলে। দমকলের একটি ইঞ্জিন এসে ১ ঘণ্টা পর আগুন নেভায়।