● বৃহস্পতিবার, এপ্রিল 25, 2024 | 04:50 পূর্বাহ্ন

চলাফেরার সুন্নাতী পদ্ধতি

সকল কাজের মতো চলাফেরার মধ্যেও সুুন্নাত তরীকা রয়েছে। নিম্নে চলাফেরার কিছু সন্নাতী পদ্ধতি তুলে ধরা হলো।

১। কারো চলার জন্য কাউকে পথ থেকে না সড়ানো। (যদি সে রাস্তা বন্ধ করে বসে থাকে তাহলে ভিন্ন কথা)

২। চলার সময় নজর নিচের দিকে রাখা। সামনের দিকে কেউ আসতে থাকলে আগে নিজে সালাম দেওয়ার চেষ্টা করা।

৩। চলার সময় দৃঢ়তার সাথে পা তোলা এবং দৃঢ়তার সাথে রাখা। (শামায়েল)

৪। বিনয়ের সাথে, নমনীয় ভাবে পথ চলা।

৫। রাস্তার ডান দিক দিয়ে চলা। (আবু দাউদ শরীফ)

৬। রাস্তায় কেউ কথা বলতে চাইলে ধনী-গরীব খেয়াল না করে সকলের সাথে কথা বলা। (আবু দাউদ শরীফ- ৬৬৩)

৭। পথে কোনো কষ্টদায়ক কিছু থাকলে তা সরিয়ে দেওয়া। (এটি সদকা তুল্য সওয়াবের কাজ)। (বোখারি শরীফ)

রাসূল (স.)-বলেন, এক লোক রাস্তা থেকে কাটা যুক্ত একটি ডাল সরিয়েছেন, আল্লাহ তা’আলা তার এ কাজে খুশি হয়ে তাকে মাফ করে দিয়েছেন। (আবু দাউদ শরীফ- ৭১২)

এই সম্পর্কিত আরও

আবুল কালাম
বিস্তারিত...
 আরবে ঈদের তারিখ ঘোষণা
বিস্তারিত...
813788_175
বিস্তারিত...
রিসেপ তাইয়েপ এরদোগান
বিস্তারিত...
জান্নাতের ফুল
বিস্তারিত...
কাজী নজরুল ইসলাম
বিস্তারিত...