চলে গেলেন কলরবের জনপ্রিয় নাশিদ শিল্পী,সাউন্ড ডিজাইনার মাহফুজুল আলম। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।বেশ কয়েকদিন জ্বরে আক্রান্ত থেকে নরসিংদীর একটি হাসপাতালে ভর্তি হন। আজ ২০ জুলাই (মঙ্গলবার) সকাল ৮ টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তিকাল করেন। আজ বাদ আসর নরসিংদী জেলায় তার গ্রামের বাড়িতে জানাজা নামাজ অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।অল্প বয়সেই বহু প্রতিভার অধিকারী মাহফুজ ছিলেন কলরব পরিবারের সকলের নয়ন মনি।
২০১০ থেকে কলরবের শিল্পী হয়ে গেয়েছেন ২০টিরও বেশি একক নাশিদ এবং ৩০টিরও বেশি কোরাস নাশিদ ।তার সাইন্ড ডিজাইন প্রতিভা কলরবের সংগীতগুলোকে সংগীত পাগলদের হৃদয়ে গেথে দিতো।তার চলে যাওয়া ইসলামী সংগীত জগতের এক বিশাল ক্ষতি; যা সহজে পূরণ হওয়ার নয়।আল্লাহপাক যেন তার কন্ঠযুদ্ধে জাগিয়ে তোলা কোটি প্রাণের দোয়ার বদৌলতে মাফ করেন।