● শুক্রবার, এপ্রিল 26, 2024 | 09:10 অপরাহ্ন

চাওয়া ও পাওয়া অনুযায়ী প্রতিদান

চাওয়া ও পাওয়া অনুযায়ী প্রতিদান

আকাশ থেকে পৃথিবিতে নামার সময় দুজন ফেরেস্তার দেখা হল। তারা দুজনই দ্রুত গতিতে পৃথিবিতে অবতরণ করছিল।

১ম ফেরেস্তা ২য় ফেরেস্তাকে প্রশ্ন করলেন, এত দ্রুত কোথায় যাচ্ছ? উত্তরে ২য় ফেরেস্তা বললেন, এক ব্যক্তি মৃত্যু শয্যায় শায়িত,তার জয়তুনের তেল খাওয়ার খুব ইচ্ছা। আমার উপর নির্দেশ হয়েছে আমি যেন ঐ ব্যাক্তি জয়তুনের তেল মুখে দেবার আগেই ফেলে দেই। কেননা লোকটি ছিল ঈমানদার, এই সামান্য আঁশাটি পূরণ না করে আল্লাহ তাকে জান্নাত দিতে চান।

১ম ফেরেস্তা জবাবে বললেন, এক ব্যক্তি মরণের বিছানায় শায়িত। ঐ ব্যাক্তিটির শেষ ইচ্ছা রুই মাছ খাওয়ার। আমার উপর নির্দেশ হয়েছে আমি যেন তার আত্নীয় হয়ে তাকে রুইমাছ খাওয়াই। কেননা, ঐ ব্যাক্তি বেঈমান তথা শিরককারী, ঐ ব্যাক্তিটির এই ইচ্ছা পূরণ হলে, তার দুনিয়ার সব চাওয়াই পূরণ হবে। আর এর মাধ্যমে আল্লাহ তাকে চিরতরে জাহান্নামী করতে চান।

সুতরাং কখনও যদি আমাদের কোন চাওয়া পাওয়া পূরণ না হয়,তার জন্য আমরা যেন নিরাশ না হই। কোন চাওয়া পূরণ না হলেও এর বিনিময়ে আল্লাহ তায়ালা আমাদের জন্য উত্তম প্রতিদান রেখেছেন।

এই সম্পর্কিত আরও

আবুল কালাম
বিস্তারিত...
 আরবে ঈদের তারিখ ঘোষণা
বিস্তারিত...
813788_175
বিস্তারিত...
রিসেপ তাইয়েপ এরদোগান
বিস্তারিত...
জান্নাতের ফুল
বিস্তারিত...
কাজী নজরুল ইসলাম
বিস্তারিত...