কিছু অলস লোক একটি চা-এর দোকানে বসে আড্ডা দিচ্ছিলো। তখন এক জন অন্য জনের সাথে কথা বলছিলো। কিন্তু যা বলছিলো তার সবই চাপা মারা কথা। আর বসে থাকা বাকি লোকজন সেই কথাগুলো শুনছিলো। এতে দোকানদারের কোন সমস্যা নাই বরং দুই একটা চা বিক্রি করতে পারলে লাভ। কিন্তু অযথা এতো প্যাঁচাল করে সময় নষ্ট করে লাভ কি? আসল কথা বলা যাক।
প্রথম ব্যক্তি বলছেঃ আমার দাদার একটা কুত্তা (কুকুর) ছিল। সেটি মানুষের মত কথা বলতো আর গরুর মত ঘাস খেত!!!!!
দ্বিতীয় ব্যক্তি বলছেঃ আরে রাখতো। তোর দাদার কুত্তার ছেয়ে আমার নানার বিড়াল ছিল বড় ডিয়ারিং। পাড়ার যত কুত্তা ছিল, সব কুত্তার গায়েই একবার হলেও উঠেছে!!!!!
ওদের এতো চাপা শুনে তৃতীয় জন মনে মনে বলে তোরা চাপাবাজ হলে আমি হলাম চাপাবাজের রাজা। তৃতীয় জনে বলেঃ তোদের কথা শেষ হলে এবার আমার কথা শোন। আমি বাজারে গিয়ে শুনলাম। একটি বড় বিমানকে বাসে ধাক্কা মেরে নিচে ফেলে দিছে। মানুষ জন মরে নাই কিন্তু পাশে একটি কুত্তা ও বিড়াল মরা পাওয়া গেছে।