গতকাল শনিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১২ টার দিকে রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনাল এলাকায় গাড়ি চালকদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন শিক্ষার্থীরা।
এর আগে রাষ্ট্রীয় উদ্যোগে সব গাড়ি চালককে প্রশিক্ষণ দেয়ার দাবি জানিয়ে শিক্ষার্থীরা মানববন্ধন করেন। নিরাপদ সড়ক ও হাফ পাস আমাদের অধিকারের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের এই কাজে পুলিশ সদস্যরা সার্বিকভাবে সহায়তা করেন।
মানববন্ধন শেষে শিক্ষার্থী সোহাগী সামিয়ার নেতৃত্বে সায়দাবাদ বাস টার্মিনালের বিভিন্ন পয়েন্ট গিয়ে শিক্ষার্থীরা বাস চালকদের সাথে কথা বলেন। তাদেরও কি কি সমস্যা আছে সেগুলো শোনেন। তাদেরকে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।
মানববন্ধনে সংগঠনের সমন্বয়ক সোহাগী সামিয়া বলেন, সরকারি উদ্যোগে চালকদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। তাঁদের দারিদ্র্যের সুযোগ নিয়ে, অসহায়ত্বের সুযোগ নিয়ে যে প্রতিষ্ঠানগুলো গাড়ির লাইসেন্স ও ফিটনেস দেওয়ার ক্ষেত্রে দুর্নীতি করছে, তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমাদের দেশে চালকরা ১৮ থেকে ২০ ঘণ্টা গাড়ি চালায়। এতে একজন চালক সুস্থ থাকতে পারেন না। তারা যদি সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন করতে না পারেন, তাহলে সড়কে শৃঙ্খলা কিভাবে ফিরে আসবে?
সোহাগী সামিয়া আরও বলেন, তাদের জীবনের নিরাপত্তা না দিয়ে আমরা সড়কে নিরাপত্তা চাইতে পারি না। তাদের মাস শেষে একটা নির্দিষ্ট বেতনকাঠামো নির্ধারণ করতে হবে। চালকরা যেন স্বাস্থ্যসম্মত জীবনযাপন করতে পারেন, সেটি নিশ্চিত করতে হবে। এছাড়া সড়ক দুর্ঘটনার জন্য শুধু চালকই দোষী না।
হাফ পাস প্রসঙ্গে সোহাগী সামিয়া বলেন, সরকারি প্রজ্ঞাপন দিয়ে বাংলাদেশে সব গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ পাস নিশ্চিত করতে হবে। হাফ পাসের জন্য কোনো সময় বা দিন নির্ধারণ করে দেওয়া যাবে না। বর্ধিত বাসভাড়া প্রত্যাহার করতে হবে।