রাজধানীর খিলক্ষেত এলাকায় হোটেল লা মেরিডিয়ানের সামনে এনা পরিবহনের একটি বাস ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ড ভেঙে পাশের লেনের মাইক্রোবাসের ওপরে উঠে যায়। কিন্তু পরে জানা যায়, ওই বাসটি চালক চালাচ্ছিলেন না। তিনি ঘুমাচ্ছিলেন। বাস ছিল চালকের সহকারীর হাতে।
খন্দকার এনায়েত উল্যাহ জানিয়েছেন, এ ঘটনায় মঙ্গলবার সন্ধ্যার পর র্যাব মহাখালীতে গিয়ে বাসচালক মিজানুর রহমানকে ধরে নিয়ে গেছে।
চালকের বরাত দিয়ে বাসটির মালিক এনায়েত উল্যাহ রাতে জানান, চালক মিজানুর রহমান বাসটি সারা রাত চালিয়ে সিলেট থেকে ঢাকায় নিয়ে আসেন। এরপর তিনি বাসের চাবি সহকারী শাওনের কাছে দিয়ে ঘুমাতে যান। তাঁর ধারণা, শাওন বাসটি নিয়ে বের হয়ে দুর্ঘটনা ঘটিয়েছেন। কারণ শাওনের খোঁজ পাওয়া যাচ্ছে না। এদিকে ঘুম থেকে উঠে সন্ধ্যায় মিজান মহাখালী বাস টার্মিনালে গেলে র্যাবের একটি দল তাঁকে ধরে নিয়ে গেছে।
সড়ক পরিবহন মালিক সমিতির নেতা খন্দকার এনায়েত উল্যাহ বলছেন, তিনি চান অপরাধীর সাজা হোক। ক্ষতিগ্রস্ত মাইক্রোবাসের মালিককে ক্ষতিপূরণ দিতে প্রস্তুত আছেন।