চীন থেকে বিশ্বের অন্যতম জনপ্রিয় কুরআনের অ্যাপ সরিয়ে নিয়েছে অ্যাপল। গতকাল শুক্রবার (১৫ অক্টোবর) দেশটির কর্মকর্তাদের অনুরোধে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল এই অ্যাপ সরিয়ে নেয় বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়।
প্রতিবেদনে জানা যায়, এই ‘কুরআন মজিদ’ অ্যাপ সারা বিশ্বেই ভীষণ জনপ্রিয়। অ্যাপ স্টোরেই অ্যাপটি পাওয়া যায়। ওই অ্যাপের রিভিউয়ের সংখ্যা দেড় লাখের মতো। সারা বিশ্বে লাখ লাখ মুসলিম এই অ্যাপ ব্যবহার করে।
চীনে ওই অ্যাপ সরানোর খবর প্রথমে লক্ষ্য করে ‘অ্যাপল সেন্সরশিপ’ নামে একটি ওয়েবসাইট। বিশ্বজুড়ে অ্যাপ স্টোরের অ্যাপগুলোর ওপর নজর রাখাই হলো ওই ওয়েবসাইটের কাজ।
এ ব্যাপারে ওই অ্যাপটির নির্মাতা পিডিএমএস কোম্পানি এক বিবৃতিতে জানিয়েছে, অ্যাপলের মতে আমাদের অ্যাপ ‘কুরআন মজিদে’ এমন কিছু বিষয় রয়েছে যা নাকি অবৈধ। এ কারণে চীনা অ্যাপ স্টোর থেকে এটা সরিয়ে দিয়েছে।
পিডিএমএস বিবৃতিতে আরও জানায়, বিষয়টি সমাধানের জন্য আমরা চীনের সাইবারস্পেস প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করছি। চীনে তাদের প্রায় ১০ লাখের মতো ব্যবহারকারী রয়েছে বলে জানিয়েছে পিডিএমএস।