জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ অনার্স প্রথম বর্ষে ভর্তির ২য় মেধাতালিকায় বিষয় পরিবর্তন ও কোটার মেধাতালিকার শিক্ষার্থীদের চূড়ান্ত করা হয়েছে। গত (১৯ জুন) সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে যে, আজ (২০ জুন) মঙ্গলবার বিকেল ৪টায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১বর্ষে ভর্তির ২য় মেধাতালিকার ফলাফল প্রকাশ করা হবে।
ফলাফল জানার জন্য শিক্ষার্থীদের তাদের মোবাইলের মেসেজ অপশনে গিয়ে nu<space>athn<space>roll no টাইপ করে ১৬২২২ নম্বরে সেন্ড করতে হবে। এবং রাত ৯টার পর জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের (www.nu.ac.bd/admissions) মাধ্যমেও জানতে পারবে তাদের ফলাফল।