● বৃহস্পতিবার, এপ্রিল 25, 2024 | 09:53 অপরাহ্ন

জানা গেল ডাইনোসরের হারিয়ে যাওয়ার ইতিহাস

ডাইনোসরদের বিলুপ্ত হয়ে যাওয়ার কারণ বের করার জন্য গবেষকরা বহুদিন ধরেই কাজ করছেন। অবশেষে বেরিয়ে এল সাড়ে ৬ কোটি বছরের রহস্যের জট। গবেষকেরা বলছেন, ডাইনোসরদের বিলুপ্তির রহস্য লুকিয়ে আছে মেক্সিকোর এক গহ্বরে। গহ্বরটির নাম হলো (Chicxulub crater)।

মহাজাগতিক ধুলো (space dust) ছড়িয়ে ছিটিয়ে আছে এই গুহার ভিতরে। পাওয়া গিয়েছে ইরিডিয়াম। ডাইনোসরদের জীবাশ্মের সাথেও এই ইরিডিয়াম পাওয়া গিয়েছে। আর এর থেকে বোঝা যায় যে, এই ইরিডিয়াম (iridium) ডাইনোসরদের সময়েও ছিল। গবেষকেরা বলছেন, চিকসুলুব ইম্প্যাক্টর এক দানব গ্রহাণু (asteroid impact) পৃথিবীর উপর এসে পড়েছিল। এর ফলে বিশাল গহ্বর তৈরি হয় মেক্সিকোর পেনিনসুলায়। আর এই এই গহ্বরটির খোঁজ পাওয়া যায় পেট্রোলিয়ামের খোঁজ করার সময়। অ্যাস্টেরয়েডরাই আমাদের গ্রহে প্রাণ বহন করে আনে। তারা নানা অণুজীব, বরফ ইত্যাদি বহন করে এনেছিল বলে ধারণা করেন একদল বিজ্ঞানী। এই একদল বিজ্ঞানীদের দাবি, ধূমকেতুর মাধ্যমেই নানা রাসায়নিক কণা, নানা প্রয়োজনীয় জীবাণু, সমুদ্র পৃথিবীতে এসেছে। এই তথ্য যদি সঠিক প্রমাণিত হয় তাহলে এটা নিশ্চিত হওয়া যাবে যে, সাড়ে ৬ কোটি বছর আগে পৃথিবীতে আছড়ে পড়া ধূমকেতুর মাধ্যমেই ডাইনোসরকুল মারা গিয়েছিল।

এই সম্পর্কিত আরও

আবুল কালাম
বিস্তারিত...
 আরবে ঈদের তারিখ ঘোষণা
বিস্তারিত...
813788_175
বিস্তারিত...
রিসেপ তাইয়েপ এরদোগান
বিস্তারিত...
জান্নাতের ফুল
বিস্তারিত...
কাজী নজরুল ইসলাম
বিস্তারিত...