● শুক্রবার, এপ্রিল 26, 2024 | 10:15 অপরাহ্ন

টাকা সঙ্গীত

এই জগতে টাকার জোরে কত মানুষ ঘুরে
অধম আমি ঋক্ত হস্ত রয়ে গেলাম পড়ে,
তাইতো বলি টাকা ছাড়া কোন মূল্য নাই
বলে দাওনা প্রভূ আমি টাকা কোথায় পাই।
টাকা থাকলে দেশের মানুষ ঘন ছালাম করে
টাকা না থাকিলে মানুষ গায়ে এসে পড়ে,
তাই তো এখন সবার বুলি আমরা টাকা চাই
বলে দাওনা প্রভূ আমি টাকা কোথায় পাই।
আলাদীনের যাদুর চাটাই দাও না প্রভূ এনে-
টাকার খোঁজে আজই যাব চীন জাপানে
সেথাই গিয়ে অনেক টাকা করিব কামাই। ঐ
ধনী বল গরীব বল সবাই টাকা চায়,
দৌড়ে ছুটে সকল মানুষ টাকা যেথায় পায়
টাকার খোঁজে ছুটছে তাই রাস্তারও টোকাই। ঐ
২০টি টাকা লাগে বন্ধু সিনেমা দেখতে-
টাকা ছাড়া যায়না ঢুকা শিশু পার্কেতে
টাকা ছাড়া এই ভূবনে দেখার কিছু নাই । ঐ
স্টেডিয়ামে খেলা দেখতে টাকার টিকিট লাগে
চিড়িয়াখানায় ঢুকতে বলে টিকিট লন আগে,
টাকা ছাড়া বিনোদন এই বিশ্ব জুড়ে নাই । ঐ
বিবি বলে টাকা ছাড়া ঘরে ঢুকবে না
ছেলে বলে আব্বু কিছু টাকা দাও না-
চারিপাশে টাকার আওয়াজ শান্তি কোথাও নাই । ঐ
ছেলে ভাল টাকা দিলে পিতা মাতার কাছে
শ্বশুর বলে জামাইর কাছে বোধ হয় টাকা আছে
প্রিয়া বলে ঈদের দিনে বিশেষ কিছু চাই । ঐ
চাকুরিতে গেলে অনেক টাকা লাগে ঘুষ,
রাজনীতিতে টাকা ছাড়া গুলি খেয়ে ঠুশ-
টাকার বিপদ হতে প্রভূ বাঁচতে আমি চাই । ঐ

এই সম্পর্কিত আরও

আবুল কালাম
বিস্তারিত...
 আরবে ঈদের তারিখ ঘোষণা
বিস্তারিত...
813788_175
বিস্তারিত...
রিসেপ তাইয়েপ এরদোগান
বিস্তারিত...
জান্নাতের ফুল
বিস্তারিত...
কাজী নজরুল ইসলাম
বিস্তারিত...