ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে টানা এক দিন বৃষ্টি হওয়ায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পানি জমে প্রধান সড়ক ও অলিগলি তলিয়ে গেছে। নিচু ঘরবাড়ি ও দোকান পাটের ভেতরেও পানি প্রবেশ করেছে। এছাড়া বিভিন্ন জায়গায় গাছপালা উপড়ে পড়ারও খবর পাওয়া গেছে।
সড়কের ওপর পড়ে থাকা গাছ সরাতে কাজ করছেন স্থানীয় স্বেচ্ছাসেবকরা। এছাড়া বৃষ্টি কিছুটা কমে আসায় সড়কে জমে থাকা পানি নামতে শুরু করেছে।
গতকাল সোমবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় ঘূর্ণিঝড় সিত্রাংয়ের অগ্রভাগ উপকূলে আঘাত হেনেছে। তবে ঘুর্ণিঝড়টির প্রভাবে সোমবার সকাল থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে টানা বৃষ্টিপাত হয়েছে। রাজধানী ঢাকায় রাত পৌনে ১২টা পর্যন্ত মুষলধারে বৃষ্টি হয়েছে। টানা বৃষ্টির ফলে রাজধানীর হাতিরঝিল, কাকরাইল, গ্রিন রোড, পান্থপথ, মগবাজার, মুগদা, মেরাদিয়া, বেইলী রোড, বংশাল, নাজিরাবাজার, সায়েদাবাদ, হাজারীবাগ সহ বিভিন্ন এলাকার রাস্তায় পানি জমে যান চলাচলে বিঘ্ন ঘটেছে।
সোমবার বিকেলে অফিস ছুটির পর প্রধান সড়কগুলোতে তীব্র যানজট দেখা দেয়। এছাড়া ঢাকা-ময়মনসিংহ সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়। বিমানবন্দর এলাকা থেকে যানজটে আটকে থাকা গাড়ির সারি চলে আসে বনানী এলাকা পর্যন্ত।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত এর আগের ২৪ ঘণ্টায় রাজধানীতে ১২৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে মঙ্গলবারও (২৫ অক্টোবর) সারা দিন বৃষ্টি হতে পারে। তবে দুপুরের পরে বৃষ্টির কিছুটা কমে আসার সম্ভাবনা রয়েছে।
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন জানায়, সড়কের পানি নিষ্কাশন ও উপড়ে পড়া গাছ সরাতে ভ্রাম্যমাণ দল কাজ করছে। সকাল থেকেই তারা মাঠে আছে। রাতেও কাজ করবে।