মাত্র ৪ বছর বয়সের শিশু জিসান মায়ের সঙ্গে ভ্যানে চড়ে বাবার জন্য খাবার নিয়ে যাচ্ছিলেন। পথে একটি ট্রাকের ধাক্কায় ভ্যান থেকে সড়কে ছিটকে পড়ে। ট্রাকের চাপায় ঘটনাস্থলে মারা যায় ছোট্ট শিশু জিসান। মা পারভিন আক্তার ও ভ্যানের চালক আহত হন।
আজ শুক্রবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় বগুড়ার শেরপুরের মহিপুর দুগ্ধ খামার এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত জিসান উপজেলার গাড়িদহ ইউনিয়নের রামনগর এলাকার রেজাউল করিমের ছেলে।
প্রত্যক্ষদর্শী দুজন বলেন, পারভিন আক্তার স্বামীকে দুপুরের খাবার দিতে ছেলেকে নিয়ে উপজেলার মহিপুর বাজার এলাকায় একটি ধানের চাতালে যাচ্ছিলেন। পথিমধ্যে ঢাকা-বগুড়া সড়কে সিরাজগঞ্জগামী একটি খালি ট্রাক গাড়িদহ ইউনিয়নের মহিপুর দুগ্ধ খামার এলাকায় ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যান থেকে শিশু জিসান ছিটকে পড়ে সড়কের ওপর। এরপর ট্রাকটি চাপা দেয় শিশুটিকে। ঘটনাস্থলে জিসান মারা যায়। ওই ঘটনায় জিসানের মা পারভিন আক্তার ও ভ্যানের চালক ওমর ফারুক আহত হন।
শেরপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা নাদির হোসেন বলেন, নিহত শিশুটির লাশ উদ্ধার করে শেরপুর হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ছাড়া আহত দুজনকে চিকিৎসার ব্যবস্থা করা হয়। দুর্ঘটনার পর মহিপুর বাজারের পাশে চালক ট্রাক ফেলে পালিয়ে যান। ট্রাকটি এখন পুলিশের হেফাজতে রয়েছে।