হাফ ভাড়া নিয়ে কথা কাটাকাটির জেরে ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে মারধর করেছেন মৌমিতা ট্রান্সপোর্ট লিঃ -এর হেলপার, কন্ট্রাক্টরসহ তিনজন। ওই শিক্ষার্থীর নাম শিমুল শিকারি। তিনি ঢাকা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ছাত্রটি হাফ ভাড়া দিতে চাইলে হেলপার তা নিতে অস্বীকার করে। এক পর্যায়ে জোরাজুরি করলে শিক্ষার্থীর ওপর চড়াও হয়ে মারধর করে। পরবর্তীতে কর্তব্যরত ট্রাফিক পুলিশ শিক্ষার্থীকে উদ্ধার করে সোহরাওয়ার্দী কলেজে চিকিৎসার জন্য নিয়ে যান।
ভুক্তভোগী শিক্ষার্থী জানায়, আমি হাফ ভাড়া দিতে চাইলে ভাড়া নিতে অস্বীকার করে। পরবর্তীতে আমি ঢাকা কলেজের শিক্ষার্থী পরিচয় দিলে হেলপার কন্ট্রাক্টরসহ তিন চার জন মিলে আমার মাথায়, নাকে, মুখে পায়ে আঘাত করে। একপর্যায়ে কর্তব্যরত ট্রাফিক পুলিশ ঘটনাস্থল থেকে আমাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক সিটিস্ক্যান জানিয়েছেন, মাথায় মারাত্মক জখম হয়েছে।