তুরস্কের ইস্তাম্বুলে পবিত্র কুরআন হিফজ সম্পন্ন করায় ১১১ তরুণীকে দেওয়া হয়েছে বিশেষ সম্মাননা। তুরস্কের বাগসিলার এলাকার একটি স্থানীয় স্টেডিয়ামে বিশেষ অনুষ্ঠানে তাদের এ সম্মাননা দেওয়া হয়।
টিআরটির খবরে জানা যায়, ১১১ কিশোরী হাফেজদের সম্মাননা প্রদানের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তুরস্কের সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা ও স্থানীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। এছাড়াও একে পার্টির সংসদ সদস্য মুস্তফা শানতুবের স্ত্রী ও মা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। অনুষ্ঠানস্থলে হাফেজরা প্রবেশ করে একটি আধ্যাত্মিক আবহ তৈরি করে। এ সময় তারা সবার কাছে নিজেদের জন্য দোয়া প্রার্থনা করেন। অনুষ্ঠান শেষে হাফেজদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। এ ছাড়া সবাইকে উপহারসামগ্রী দেওয়া হয়।