● মঙ্গলবার, এপ্রিল 23, 2024 | 06:39 অপরাহ্ন

দিন মজুর রোজা না রেখে কাজ করা

দিন মজুর রোজা না রেখে কাজ করা

প্রশ্নঃ অভাবি দিন মজুর, যে দিন আনে দিন খায়। প্রচন্ড গরমের সময় সে যদি রোজা রাখে, তাহলে কাজ করতে পারে না। এতে পরিবারসহ সে উপোষ থাকতে বাধ্য হয়। প্রশ্ন হলো, এমতাবস্থায় তার জন্য রোজা না রেখে কাজ করা বৈধ হবে কি ?

উত্তরঃ শরিয়তের মুকাল্লাফ কোনো ব্যক্তির জন্য কেবল অসুস্থতার আশংকা করে রোজা না রাখার অনুমতি নেই। বরং রোজা রাখার পর অসুস্থতা দেখা দিলে রোজা ভেঙ্গে পরবর্তীতে কাযা করে নিতে হয়। তাই প্রশ্নোল্লিখিত বিবরণ সঠিক হলে উক্ত লোক রোজা রেখে কাজ করতে গিয়ে যখন অসুস্থ হয়ে পড়ার উপক্রম হবে, তখন রোজা ভেঙ্গে ফেলতে পারবে। পরবর্তীতে কাযা করে নিতে হবে। শুধু অসুস্থতার আশংকা করে রোজা না রাখার অনুমতি নেই। সূত্র: রদ্দুল মুহতার: ৩/৪০১, ফাতাওয়া আলমগিরি: ১/২৭১, ফাতাওয়া তাতারখানিয়া: ২/২৯৬, খুলসাতুল ফাতাওয়া: ১/২৫৮, আল-বাহরুর রাযেক: ২/২৮২, ফাতাওয়া সিরাজিয়া: ১৬৩।

এই সম্পর্কিত আরও

আবুল কালাম
বিস্তারিত...
 আরবে ঈদের তারিখ ঘোষণা
বিস্তারিত...
813788_175
বিস্তারিত...
রিসেপ তাইয়েপ এরদোগান
বিস্তারিত...
জান্নাতের ফুল
বিস্তারিত...
কাজী নজরুল ইসলাম
বিস্তারিত...