আজ বৃহস্পতিবার (৩০ জুন) রাজধানী ঢাকায় দুপুর ১২ টার পর থেকে ইলশেগুঁড়ি বৃষ্টি হচ্ছে। অনেক এলাকায় এখনও থেমে থেমে বৃষ্টি অব্যাহত রয়েছে। শুধু রাজধানীই নয়, দেশের অনেক অঞ্চলে মুষলধারে বৃষ্টি হচ্ছে। সকাল থেকেই ঢাকার আকাশ মেঘলা থাকে। দুপুর ১২ টার পর বৃষ্টি শুরু হওয়ায় বিপাকে পড়ে গার্মেন্টস কর্মীরা। অনেক স্কুল-কলেজের শিক্ষার্থীদেরকেও বিপাকে পড়তে হয়।
এদিকে ৬০ কিলোমিটার বেগে দেশের ২০টি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই সেসব এলাকার নদীবন্দরগুলোকে সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বৃহস্পতিবার এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন জানিয়েছেন, ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, দিনাজপুর, পাবনা, রংপুর, ময়মনসিংহ, বগুড়া, ফরিদপুর, মাদারীপুর, টাংগাইল, যশোর, কুষ্টিয়া, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা ১১টা থেকে আগের ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ঈশ্বরদীতে, ৩৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ বৃষ্টি হয়েছে ফেনীতে, ৭২ মিলিমিটার। ঢাকায় বৃষ্টি হয়েছে ১৬ মিলিমিটার, আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।